টিউলিপ সিদ্দিকের আইনি স্বচ্ছতার আহ্বান

বাংলাদেশের দুর্নীতি দমন কমিশন, এ সি সি-এর বিরুদ্ধে একতরফা আচরণের অভিযোগ তুলেছেন ব্রিটিশ পার্লামেন্টের সদস্য টিউলিপ সিদ্দিক। আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন আইন প্রতিষ্ঠান Stephenson Harwood LLP-এর মাধ্যমে পাঠানো এক চিঠিতে তাঁর পক্ষ থেকে এই অভিযোগ উত্থাপন করা হয়।
চিঠিতে উল্লেখ করা হয়েছে, টিউলিপ সিদ্দিক সবসময় আইনের শাসন, স্বচ্ছতা এবং মানবাধিকারের প্রতি দৃঢ় প্রতিশ্রুতিবদ্ধ। তিনি বিশ্বাস করেন, আইনি প্রক্রিয়ায় সবার জন্য ন্যায্যতা ও নিরপেক্ষতা নিশ্চিত করা আবশ্যক। অথচ, দুর্নীতি দমন কমিশন আন্তর্জাতিক মানদণ্ড অনুসরণ না করে গণমাধ্যমে একতরফাভাবে তাঁর বিরুদ্ধে অভিযোগ তুলেছে। এখন পর্যন্ত টিউলিপ সিদ্দিক বা তাঁর আইনজীবীদের কাছে আনুষ্ঠানিকভাবে কোনো অভিযোগপত্র, প্রমাণাদি বা মামলা সংক্রান্ত বিস্তারিত তথ্য সরবরাহ করা হয়নি।
চিঠিতে আরও উল্লেখ করা হয়েছে, সংবাদমাধ্যমের মাধ্যমে অভিযোগ প্রচার করে এবং একইসঙ্গে কোনো সরাসরি যোগাযোগ না করে, এ সি সি মৌলিক মানবাধিকার লঙ্ঘন করছে। টিউলিপ সিদ্দিকের পক্ষ থেকে দাবি করা হয়েছে, অভিযোগ থাকলে তা যথাযথ আইনি প্রক্রিয়া মেনে, স্বচ্ছতার সাথে সরাসরি তাঁর বা তাঁর প্রতিনিধিদের কাছে পাঠানো উচিত। শুধু গণমাধ্যমের মাধ্যমে চরিত্রহনন কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
টিউলিপ সিদ্দিকের পক্ষ থেকে স্পষ্টভাবে বলা হয়েছে, তিনি আইনের প্রতি সর্বোচ্চ শ্রদ্ধাশীল এবং যেকোনো অভিযোগের ন্যায্য আইনি জবাব দিতে প্রস্তুত। তবে সেই প্রক্রিয়া হতে হবে আন্তর্জাতিক মানবাধিকার নীতিমালা এবং ন্যায্য বিচারের মানদণ্ড অনুসারে।
চিঠিতে আরও হুঁশিয়ারি উচ্চারণ করা হয়েছে, কোনো পক্ষপাতমূলক বা গোপনীয় আচরণ নয়, বরং স্বচ্ছতা এবং মানবাধিকারের প্রতি শ্রদ্ধা রেখে ন্যায়বিচার প্রতিষ্ঠা করা জরুরি। একইসঙ্গে টিউলিপ সিদ্দিকের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে, অভিযোগের সম্পূর্ণ বিবরণ, গ্রেপ্তারি পরোয়ানা এবং প্রমাণাদি অবিলম্বে সরবরাহ করতে।
টিউলিপ সিদ্দিক পুনর্ব্যক্ত করেছেন, তিনি সব সময় আইনের আওতায় থেকে ন্যায্যতার প্রতি আস্থা রাখেন এবং আইনি প্রক্রিয়ায় তাঁর দায়িত্ব যথাযথভাবে পালন করবেন।