সংবাদ শিরোনাম:
নরসিংদীতে সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থী নিহত
নরসিংদীর মনোহরদীতে সড়ক দুর্ঘটনায় পঞ্চম শ্রেণির শিক্ষার্থী নিহত হয়েছেন। শুক্রবার (১৩ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলার হেতেমদি-সাগরদি বাইপাস রোডের চন্দবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত রোহান (১১) চন্দনবাড়ি ইউনিয়নের অর্জুনচর গ্রামের সোহেল মিয়ার ছেলে। তিনি অর্জুনচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী ছিলেন।
স্বজনরা জানায়, শুক্রবার সন্ধ্যায় চন্দবাড়ি এলাকায় একটি বাস রোহানের মোটরসাইকেল চাপা দেয়। এতে মোটরসাইকেলটি দুমড়েমুচড়ে যায়। আর রোহান ও তানিম নামের দু’জন গুরুতর আহত হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যালে পাঠানো হয়। সেখানে রোহানের মৃত্যু হয়।
মনোহরদী থানার অফিসার ইনচার্জ (ওসি) জুয়েল হোসেন জানান, ‘আহত দু’জনের মধ্যে একজন নিহত হয়েছে। বাসটি জব্দ করা হলেও চালক ও হেল্পার পালিয়ে গেছে।’
Please Share This Post in Your Social Media
Translate »