London ১২:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ জুলাই ২০২৫, ১৪ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
অবশেষে প্রেমের জয় হলো প্রতিবন্ধীদের সিরাজগঞ্জ ইকোনমিক জোনে অস্ত্রসহ চাঁদাবাজ কালা মানিক গ্রেফতার নাসির উদ্দিন পাটোয়ারীর বক্তব্যের প্রতিবাদে নেত্রকোণায় বিএনপির বিক্ষোভ সমাবেশ মুজিববাদ ও ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে কাজ করে যাবে এনসিপি : নাহিদ ইসলাম রাজশাহী চাপাইনবয়াবগঞ্জ বাস চলাচল বন্ধ উত্তর লন্ডনে বর্ণাঢ্য বাংলাদেশ মেলা ২০২৫ অনুষ্ঠিত রাবিতে শিক্ষক নিয়োগে লিখিত পরীক্ষা জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে দুর্গাপুরে শুরু হলো ফুটবল টুর্নামেন্ট ঐতিহাসিক নাজিরপুর যুদ্ধ দিবস পালিত নির্যাতন নিপীড়ন সত্ত্বেও রাজপথে অবিচল তৃণমূলের আস্থার প্রতীক-মির্জা মোস্তফা জামান

মহান বিজয় দিবস উপলক্ষে – কুমারখালীতে জামায়াতের বিশাল বিজয় র‌্যালি ও সমাবেশ

কুষ্টিয়া প্রতিনিধি:

বিজয় দিবস উপলক্ষে কুমারখালীতে জামায়াতের বিশাল বিজয় র‌্যালি ও সমাবেশ।

মহান বিজয় দিবস উপলক্ষে কুষ্টিয়ার কুমারখালীতে বিশাল বিজয় র‌্যালি ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। কুমারখালীর ইতিহাসে সর্ববৃহৎ এই র‌্যালী আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিনত হয়েছে। সোমবার (১৬ ডিসেম্বর) দুপুওে উপজেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে এই র‌্যালি ও সমাবেশ হয়।
র‌্যালিটি শহরের ঝাউতলা মোড় এলাকা থেকে শুরু করে খোকন মোড়, হলবাজার, গণমোড়, ষ্টেশন বাজার, বাসষ্ট্যঠহু ঘুরে কুমারখালী প্রেস ক্লাব-এর সামনে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
বিজয় র‌্যালী ও সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা জামায়াতের আমীর আফতাব উদ্দিন আহমেদ। আবুল আহসান শমসেরের সঞ্চালনায় বিজয় র‌্যালী ও সমাবেশে বক্তব্য রাখেন কুষ্টিয়া জেলা কর্মপরিষদ সদস্য কামারুজ্জামান মিয়া, মাওলানা সামসুদ্দিন আহমেদ, উপজেলা জামায়াতের নায়েবে আমীর ও সাবেক ভাইস চেয়ারম্যান আফজাল হোসাইন, পৌর জামায়াতের আমির এডভোকেট রবিউল ইসলাম প্রমূখ।
সমাবেশে বক্তারা তাদের বক্তব্যে বলেন, স্বাধীনতার ৫৩ বছর পেরিয়ে গেলেও প্রকৃত অর্থে জনগণের কাঙ্ক্ষিত স্বাধীনতা অর্জিত হয়নি। প্রিয় বাংলাদেশের স্বাধীনতা রক্ষা ও জাতিকে আত্মনির্ভরশীল রাখতে আমাদের শপথ নিতে হবে এবং আধিপত্যবাদী ও ষড়যন্ত্রকারী অপশক্তির বিরুদ্ধে ঐক্যবদ্ধ হতে হবে।
বক্তারা মহান মুক্তিযুদ্ধের চেতনা ও বিজয় দিবসের তাৎপর্য তুলে ধরে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় তরুণ প্রজন্মকে এগিয়ে আসার আহ্বান জানিয়ে আরো বলেন, একটি উন্নত, সমৃদ্ধ ও ইনসাফ ভিত্তিক রাষ্ট্র গঠনের জন্য জামায়াতে ইসলামী কাজ করছে। আমরা এমন একটি রাষ্ট্র চাই, যেখানে সব ধর্মের মানুষ স্বাধীনভাবে বসবাস করতে পারবে। জামায়াতে ইসলামী কল্যাণমূলক রাষ্ট্র গঠনে বদ্ধপরিকর।
বক্তারা আরো বলেন, আমাদের বিজয় অর্জিত হয়েছে রক্ত দিয়ে। এই স্বাধীনতাকে অক্ষুর্ণ রাখতে ইসলামী মূল্যবোধ প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করতে হবে। দেশের স্বাধীনতা রক্ষায় আমাদের ঐক্যবদ্ধ হতে হবে এবং দেশের সার্বভৌমত্বের জন্য সবাইকে প্রস্তুত থাকতে হবে।

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information
আপডেট : ০১:৪৭:২৫ অপরাহ্ন, সোমবার, ১৬ ডিসেম্বর ২০২৪
৩৯
Translate »

মহান বিজয় দিবস উপলক্ষে – কুমারখালীতে জামায়াতের বিশাল বিজয় র‌্যালি ও সমাবেশ

আপডেট : ০১:৪৭:২৫ অপরাহ্ন, সোমবার, ১৬ ডিসেম্বর ২০২৪

মহান বিজয় দিবস উপলক্ষে কুষ্টিয়ার কুমারখালীতে বিশাল বিজয় র‌্যালি ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। কুমারখালীর ইতিহাসে সর্ববৃহৎ এই র‌্যালী আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিনত হয়েছে। সোমবার (১৬ ডিসেম্বর) দুপুওে উপজেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে এই র‌্যালি ও সমাবেশ হয়।
র‌্যালিটি শহরের ঝাউতলা মোড় এলাকা থেকে শুরু করে খোকন মোড়, হলবাজার, গণমোড়, ষ্টেশন বাজার, বাসষ্ট্যঠহু ঘুরে কুমারখালী প্রেস ক্লাব-এর সামনে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
বিজয় র‌্যালী ও সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা জামায়াতের আমীর আফতাব উদ্দিন আহমেদ। আবুল আহসান শমসেরের সঞ্চালনায় বিজয় র‌্যালী ও সমাবেশে বক্তব্য রাখেন কুষ্টিয়া জেলা কর্মপরিষদ সদস্য কামারুজ্জামান মিয়া, মাওলানা সামসুদ্দিন আহমেদ, উপজেলা জামায়াতের নায়েবে আমীর ও সাবেক ভাইস চেয়ারম্যান আফজাল হোসাইন, পৌর জামায়াতের আমির এডভোকেট রবিউল ইসলাম প্রমূখ।
সমাবেশে বক্তারা তাদের বক্তব্যে বলেন, স্বাধীনতার ৫৩ বছর পেরিয়ে গেলেও প্রকৃত অর্থে জনগণের কাঙ্ক্ষিত স্বাধীনতা অর্জিত হয়নি। প্রিয় বাংলাদেশের স্বাধীনতা রক্ষা ও জাতিকে আত্মনির্ভরশীল রাখতে আমাদের শপথ নিতে হবে এবং আধিপত্যবাদী ও ষড়যন্ত্রকারী অপশক্তির বিরুদ্ধে ঐক্যবদ্ধ হতে হবে।
বক্তারা মহান মুক্তিযুদ্ধের চেতনা ও বিজয় দিবসের তাৎপর্য তুলে ধরে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় তরুণ প্রজন্মকে এগিয়ে আসার আহ্বান জানিয়ে আরো বলেন, একটি উন্নত, সমৃদ্ধ ও ইনসাফ ভিত্তিক রাষ্ট্র গঠনের জন্য জামায়াতে ইসলামী কাজ করছে। আমরা এমন একটি রাষ্ট্র চাই, যেখানে সব ধর্মের মানুষ স্বাধীনভাবে বসবাস করতে পারবে। জামায়াতে ইসলামী কল্যাণমূলক রাষ্ট্র গঠনে বদ্ধপরিকর।
বক্তারা আরো বলেন, আমাদের বিজয় অর্জিত হয়েছে রক্ত দিয়ে। এই স্বাধীনতাকে অক্ষুর্ণ রাখতে ইসলামী মূল্যবোধ প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করতে হবে। দেশের স্বাধীনতা রক্ষায় আমাদের ঐক্যবদ্ধ হতে হবে এবং দেশের সার্বভৌমত্বের জন্য সবাইকে প্রস্তুত থাকতে হবে।