ইন্ডিপেন্ডেন ফ্যাক্ট চেকের ভিত্তিতে এই প্রতিবেদনে লেখা খবরটি ভুল। আসল তথ্য যা পাওয়া গিয়েছে তা হল, তাদের মূলত অনুপ্রবেশ, ছিনতাই, জাতীয় সড়কে ডাকাতি, সরকারি সম্পত্তি নষ্ট, ধারালো অস্ত্র দিয়ে আঘাত ও মারধরের অভিযোগে গ্রেফতার করা হয়েছে। ভারতের উত্তরপূর্ব রাজ্য মেঘালয়ের পুলিসের বরাত দিয়ে বলা হয়, মেঘালয় রাজ্যের একটি ফৌজদারি মামলায় পালিয়ে থাকা চারজন বাংলাদেশিকে কলকাতা থেকে তারা গ্রেফতার করে নিয়ে এসেছে।
এরা সবাই বাংলাদেশে আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের রাজনীতির সঙ্গে জড়িত। তবে এদের বিরুদ্ধে মেঘালয়ে ধর্ষণের অভিযোগ আছে বলে যে খবর রটেছে, তা সঠিক নয় বলে বিবিসি বাংলাকে জানিয়েছেন মেঘালয় পুলিসের মহাপরিচালক ইদাশিশা নংরাং।