“ছাত্র জনতার উপর নির্বিচারে গুলি চালিয়ে গনহত্যাকারী ও তার দোসরদের বিচারের দাবিতে” কুষ্টিয়ার মিরপুরে জনসমাবেশ করেছে বিএনপি।
আজ উপজেলার হালসা আদর্শ কলেজ মাঠে অনুষ্ঠিত উক্ত জনসমাবেশে প্রধান অতিথি ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ব্যারিস্টার রাগিব রউফ চৌধুরী। তিনি বলেন, শেখ হাসিনা পালিয়ে গেলেও তার কিছু দোসর এখনও দেশে রয়ে গেছে, যারা আবারো দেশকে আক্রমণ করতে পারে। যে কোনো অপশক্তিকে মোকাবিলায় সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহবানও জানান তিনি। মিরপুর উপজেলার বিএনপির সাবেক সভাপতি আব্দুল হকের সভাপতিত্বে এসময় বিএনপি নেতা খন্দকার টিপু সুলতানসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দরা বক্তব্য রাখেন।