বিশ্বসুন্দরী তালিকায় নাম লিখালেন হরনাজ
সৌন্দর্য প্রতিযোগিতায় সফল হয়ে বলিউডে পা রেখেছেন একাধিক নায়িকা। তালিকায় রয়েছেন জুহি চাওলা থেকে শুরু করে সুস্মিতা সেন, ঐশ্বরিয়া রায়, প্রিয়াংকা চোপড়ারা। এবার সেই তালিকায় নাম লিখেছেন প্রাক্তন বিশ্বসুন্দরী হরনাজ সান্ধু। টাইগার শ্রফের ‘বাগী’ ফ্র্যাঞ্চাইজির চতুর্থ পর্বের জন্য নির্বাচিত করা হয়েছে তাকে। এ সিনেমার জন্য বেশ কিছুদিন থেকেই অভিনেত্রী বাছাই চলছিল। বৃহস্পতিবার নির্মাতারা নিশ্চিত করেন, সিনেমাটির মাধ্যমেই বলিউডে অভিষেক হতে যাচ্ছে হরনাজের। ছবিটি প্রযোজনা করছেন সাজিদ নাডিয়াডওয়ালা। জানা যায়, দীর্ঘদিন থেকেই ভালো সিনেমার আর গল্পের জন্য অপেক্ষা করছিলেন। এ সিনেমার মাধ্যমে বলিউডে হরনাজের দৌড় লম্বা হতে চলেছে বলেই মনে করছেন ইন্ডাস্ট্রির একাংশ। ‘বাগী ৪’-এ টাইগার-হরনাজ ছাড়াও রয়েছেন সোনম বাজওয়া এবং সঞ্জয় দত্ত। সঞ্জয়কে এ ছবিতে খলনায়কের চরিত্রে দেখা যাবে। ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে এই ছবিতে তার প্রথম ঝলক। অন্যদিকে ছবির জন্য টাইগারও তার প্রস্তুতি
শুরু করেছেন। পেশিবহুল শরীরের পাশাপাশি ছোট চুল এবং একগাল দাড়িতে তার লুক নজর কেড়েছে। খুব শিগগিরই ছবির শুটিং শুরু হবে। নির্মাতারা জানিয়েছেন, আগামী বছরের সেপ্টেম্বর মাসে মুক্তি পাবে ‘বাগী