বিজয় দিবস উপলক্ষে নেত্রকোণা জেলা আমীরের শুভেচ্ছা
আজ ১৬ই ডিসেম্বর। মহান বিজয় দিবস। এই দিনটি বাঙালি জাতির ইতিহাসে এক অনন্য গৌরবময় দিন। বিজয়ের এই দিনে প্রিয় নেত্রকোণাবাসীকে জেলা জামায়াতের নেত্রকোণা জেলা আমীর অধ্যাপক মাওলানা ছাদেক আহমাদ হারিছ পক্ষ থেকে রক্তিম শুভেচ্ছা।
আমরা স্বাধীন চেতা জাতি। কোন পরাধীনতার শৃংখলকে আমরা বরদাস্ত করি না। স্বৈরতন্ত্রের বিরুদ্ধে এক কাতারে দাঁড়িয়ে হাত মুষ্টিবদ্ধ করতে আমরা জানি। যার প্রমাণ ৫২-র ভাষা আন্দোলন, ৭১-এর মহান মুক্তিযুদ্ধ, ৯০-এ এরশাদ বিরোধী আন্দোলন এবং সর্বশেষ ২৪-এর জুলাই-আগস্টের বৈষম্য বিরোধী আন্দোলন; যাকে আমরা দ্বিতীয় মুক্তিযুদ্ধ বলি। জাতির মুক্তির সকল আন্দোলন-সংগ্রামে যারা জীবন দিয়েছেন, আহত হয়েছেন এবং জুলুমের শিকার হয়েছেন আমি তাদের সকলের প্রতি গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতা প্রকাশ করছি।
১৯৭১ সালে যারা জীবন দিয়ে, ইজ্জত দিয়ে, রক্ত দিয়ে স্বাধীন বাংলাদেশের জন্ম দিয়েছিলেন- তাঁরা জাতির শ্রেষ্ঠ সন্তান। তাঁরা বৈষম্যহীন, ন্যায়-ইনসাফ ভিত্তিক একটি স্বনির্ভর বাংলাদেশের স্বপ্ন দেখতেন। দেশীয় কিছু স্বার্থান্বেষী মহল এবং প্রতিবেশি রাষ্ট্র ভারতের চক্রান্তের কারণে তাঁদের এই স্বপ্ন আজও পূরণ হয়নি। বাংলাদেশ জামায়াতে ইসলামী তাঁদের এই স্বপ্ন পূরণে দেশবাসীকে সাথে নিয়ে ধৈর্য্য ও সাহসিকতার সাথে কাজ করে যাচ্ছে। আগামী দিনে আমরা সকল প্রতিকূলতা মাড়িয়ে বাংলাদেশকে একটি কল্যাণ রাষ্ট্রে পরিণত করতে চাই।
আসুন! বৈষম্যহীন আগামীর বাংলাদেশ গঠনে হাতে হাত রেখে আমরা সবাই এগিয়ে যাই। স্বাধীনতা ও প্রিয় মাতৃভূমি হোক আমাদের ঐক্যের মূল চেতনা।