রাণীনগরে এসএসসি ২০২৫ ব্যাচের বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত

নওগাঁর রানীনগর উপজেলার রাণীনগর সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের এসএসসি ২০২৫ ব্যাচের বিদায় সংবর্ধনা ও দোয়া মাহফিল ২০২৫ অনুষ্ঠিত হয়েছে ।
আজ মঙ্গলবার সকাল থেকে শুরু হয় বিদায় সংবর্ধনা অনুষ্ঠান।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাণীনগর থানার বিদায়ী অফিসার ইনচার্জ মোঃ তারিকুল ইসলাম, সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন রানীনগর সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুস সোবহান মৃধা, সহকারী শিক্ষক সালাহউদ্দিন কাজল, জাকি আমিন টেমস, ফারজানা আফরোজ, রোজিনা খানম, চাঁদ আক্তার বানু।
এছাড়াও উপস্থিত ছিলো অত্র বিদ্যালয়ের বিদায়ী শিক্ষার্থীসহ অত্র বিদ্যালয়ের বিভিন্ন শ্রেণীর শিক্ষার্থীরা।
এসময় অশ্রুশীক্ত হয় বিদ্যালয়ের শিক্ষার্থীরা।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকা রাণীনগর থানার বিদায়ী অফিসার ইনচার্জ মোঃ তারিকুল ইসলাম বলেন,
বিদায়ের মাধ্যমেই আমরা পরবর্তী ধাপে যেতে পারি । তাই আমাদের জীবনে বিদায় খুবই গুরুত্বপূর্ণ।
এসময় তিনি শিক্ষার্থীদের নানা দিক নির্দেশনা দিয়ে ভালোভাবে পড়াশোনা করার নির্দেশ দেন।
এছাড়াও মোবাইল ফোনের ক্ষতিকর প্রভাব থেকে নিজেকে সুরক্ষিত রাখতে পরামর্শ দেন।
এসময় তিনি সকলের সুস্থতা ও সহযোগিতা কামনা করেন।
এছাড়াও অনুষ্ঠানের সভাপতি হিসেবে দেওয়া বক্তব্য আব্দুস সোবহান মৃধা বলেন,
এ বিদ্যালয়ের অনেক সুনাম রয়েছে। আমরা চাই তোমরা ভালোভাবে পড়াশোনা করো।
এসময় তিনি শিক্ষার্থীদের ভালো মার্ক পেয়ে উত্তীর্ণ হওয়ার আশা ব্যক্ত করেন।
এছাড়াও বিদায়ী শিক্ষার্থীরা উপস্থিত সকলের উদ্দেশ্যে বক্তব্য রাখেন।
এসময় এসএসসি ২০২৫ ব্যাচের মঙ্গল কামনায় দোয়া মাহফিলের মধ্যে দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়