ঢাকা কলেজ ছাত্র অধিকার পরিষদের নবনির্বাচিত কমিটিকে অভিনন্দন, সাংগঠনিক সম্পাদক হলেন কসবার আরিফুল ইসলাম

ঢাকা কলেজ ছাত্র অধিকার পরিষদের নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দকে অভিনন্দন জানানো হয়েছে। বিশেষ করে, সংগঠনের সাংগঠনিক সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন কসবার মেধাবী ছাত্র মোঃ আরিফুল ইসলাম। তিনি ঢাকা কলেজের পরিসংখ্যান বিভাগের (২০১৯-২০ সেশন) শিক্ষার্থী।
নতুন দায়িত্ব পেয়ে আরিফুল ইসলাম তার এলাকাবাসী, ছাত্রসমাজ, দেশবাসীসহ গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ এবং দেশের সকল বিভাগ, জেলা ও উপজেলার অঙ্গসংগঠনের নেতৃবৃন্দের কাছে দোয়া চেয়েছেন।
এ বিষয়ে কসবা উপজেলা ছাত্র অধিকার পরিষদের আহ্বায়ক মোঃ বিল্লাল সরকার বলেন, “আরিফুল ইসলাম একজন সৎ, মেধাবী ও নিষ্ঠাবান ছাত্রনেতা। তিনি দীর্ঘদিন ধরে ছাত্র অধিকার আন্দোলনের সঙ্গে যুক্ত থেকে সাহসিকতার পরিচয় দিয়েছেন। তার নেতৃত্ব ও ছাত্র অধিকার আন্দোলনে অবদান তাকে এলাকার মানুষের কাছে জনপ্রিয় করেছে।”
উল্লেখ্য, ২০১৮ সালের কোটা সংস্কার আন্দোলন থেকে ছাত্র অধিকার পরিষদের সঙ্গে যুক্ত থাকা এই নেতা দীর্ঘদিন ধরে ছাত্র অধিকার রক্ষায় কাজ করে আসছেন।
তার নতুন দায়িত্বের সফলতা কামনা করে নেতাকর্মীরা বলেন, “তিনি যেন সাহসের সঙ্গে এগিয়ে যেতে পারেন এবং সবসময় সাধারণ ছাত্রদের অধিকার রক্ষায় অগ্রণী ভূমিকা রাখতে পারেন।”