সংবাদ শিরোনাম:
বিমানবন্দরে আটক, আমেরিকা যাওয়া হলো না আ. লীগ নেতার

হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলা আওয়ামী লীগ সহসভাপতি আলী আমজাদ তালুকদারকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আটক হয়েছেন।
শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) ভোরে আমেরিকায় যাওয়ার সময় পুলিশ বিমানবন্দর থেকে তাকে গ্রেপ্তার করে।
আজমিরীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবিএম মাঈদুল হাছান এ তথ্য নিশ্চিত করেছেন।
জানা গেছে, আওয়ামী লীগ নেতা আলী আমজাদ তালুকদার এ উপজেলার শিবপাশা ইউপির সাবেক তিনবারের চেয়ারম্যান। বৈষম্যবিরোধী ছাত্রআন্দোলনে হামলার অভিযোগে তার বিরুদ্ধে মামলা রয়েছে।
ওসি মাইদুল হাছান জানান, বিমানবন্দর থেকে গ্রেপ্তারের পর দুপুর পর্যন্ত তাকে ঢাকায় রাখা হয়েছে। শুক্রবারই তাকে হবিগঞ্জ ফিরিয়ে এনে আদালতে সোপর্দ করা হবে।
Please Share This Post in Your Social Media
Translate »