মহান বিজয় দিবস ২০২৪ উদযাপন উপলক্ষে শেরপুর জেলা প্রশাসনের আয়োজনে সার্কিট হাউজ, শেরপুরে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করা হয়।
সোমবার (১৬ ডিসেম্বর) সকাল ৮:৩০ ঘটিকায় শেরপুর জেলা সার্কিট হাউজে জাতীয় সংগীত পরিবেশনের সুরে সুরে অনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন ও শেরপুর জেলা পুলিশ দল, ব্যাটালিয়ন আনসার দল ও ফায়ার সার্ভিস দলের অংশগ্রহণে প্যারেড অভিবাদন গ্রহণ করেন শেরপুর জেলা সম্মানিত জেলা প্রশাসক জনাব তরফদার মাহমুদুর রহমান ও শেরপুর জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব মোঃ আমিনুল ইসলাম।
এ সময় শেরপুর জেলা পুলিশ ও জেলা প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তাগণ, সম্মানিত বীর মুক্তিযোদ্ধাগণ, বিভিন্ন সরকারি দপ্তরে উর্ধ্বতন কর্মকর্তা ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।