London ০৪:০৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫, ৯ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

বিএনপির দুই গ্রুপে সংঘর্ষের ঘটনায় মামলা, আসামি ২৬১

নিজস্ব প্রতিবেদক:

ময়মনসিংহের ভালুকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষের ঘটনায় পুলিশ বাদী হয়ে মামলা করেছে। এতে আসামি করা হয়েছে ২৬১ জনকে।

শনিবার (১৪ ডিসেম্বর) দিবাগত রাতে ভালুকা মডেল থানা পুলিশ মামলাটি করেছেন। এ মামলায় ৯ জনকে গ্রেফতার দেখানো হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.শামসুল হুদা।

তিনি বলেন, ঘটনার পর সেনাবাহিনী ১৭ জনকে আটক করে। রাতে যাচাই-বাছাই করে আটজনের সম্পৃক্ততা না পাওয়ায় ছেড়ে দেওয়া হয়েছে। বাকি ৯ জনকে গ্রেফতার দেখানো হয়েছে। ওই ৯ জনসহ ৬১ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ১৫০ থেকে ২০০ জনকে আসামি করে পুলিশ বাদী হয়ে মামলা করেছে।

এছাড়া আবু সাইদ ও রাসেল নামের আরও দুইজন বাদী হয়ে মামলা করেছেন।

সংঘর্ষের ঘটনায় জড়িতদের দ্রুত আইনের আওতায় আনতে চেষ্টা চলছে বলে জানিয়েছেন তিনি।

এর আগে শনিবার দুপুরে উপজেলার স্কয়ার মাস্টারবাড়ি মায়ের মসজিদ এলাকায় রাইদা কালেকশন নামের একটি কারখানায় ঝুট ব্যবসায় আধিপত্য নিয়ে মাস্টারবাড়ির এলাকার যুবদল নেতা জিয়া গ্রুপ ও সিডস্টোর এলাকার শামীম গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়। এতে উভয় গ্রুপের ২৫ জন আহত হয়। এসময় ২০টি মোটরসাইকেল ভাঙচুর এবং ১০টি পুড়িয়ে দেওয়া হয়। পরে শিল্প পুলিশ, হাইওয়ে পুলিশ, ফায়ার সার্ভিস, ভালুকা মডেল থানা পুলিশ ও সেনাবাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information
আপডেট : ০৮:৫৮:৪৩ পূর্বাহ্ন, রবিবার, ১৫ ডিসেম্বর ২০২৪
১৪
Translate »

বিএনপির দুই গ্রুপে সংঘর্ষের ঘটনায় মামলা, আসামি ২৬১

আপডেট : ০৮:৫৮:৪৩ পূর্বাহ্ন, রবিবার, ১৫ ডিসেম্বর ২০২৪

ময়মনসিংহের ভালুকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষের ঘটনায় পুলিশ বাদী হয়ে মামলা করেছে। এতে আসামি করা হয়েছে ২৬১ জনকে।

শনিবার (১৪ ডিসেম্বর) দিবাগত রাতে ভালুকা মডেল থানা পুলিশ মামলাটি করেছেন। এ মামলায় ৯ জনকে গ্রেফতার দেখানো হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.শামসুল হুদা।

তিনি বলেন, ঘটনার পর সেনাবাহিনী ১৭ জনকে আটক করে। রাতে যাচাই-বাছাই করে আটজনের সম্পৃক্ততা না পাওয়ায় ছেড়ে দেওয়া হয়েছে। বাকি ৯ জনকে গ্রেফতার দেখানো হয়েছে। ওই ৯ জনসহ ৬১ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ১৫০ থেকে ২০০ জনকে আসামি করে পুলিশ বাদী হয়ে মামলা করেছে।

এছাড়া আবু সাইদ ও রাসেল নামের আরও দুইজন বাদী হয়ে মামলা করেছেন।

সংঘর্ষের ঘটনায় জড়িতদের দ্রুত আইনের আওতায় আনতে চেষ্টা চলছে বলে জানিয়েছেন তিনি।

এর আগে শনিবার দুপুরে উপজেলার স্কয়ার মাস্টারবাড়ি মায়ের মসজিদ এলাকায় রাইদা কালেকশন নামের একটি কারখানায় ঝুট ব্যবসায় আধিপত্য নিয়ে মাস্টারবাড়ির এলাকার যুবদল নেতা জিয়া গ্রুপ ও সিডস্টোর এলাকার শামীম গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়। এতে উভয় গ্রুপের ২৫ জন আহত হয়। এসময় ২০টি মোটরসাইকেল ভাঙচুর এবং ১০টি পুড়িয়ে দেওয়া হয়। পরে শিল্প পুলিশ, হাইওয়ে পুলিশ, ফায়ার সার্ভিস, ভালুকা মডেল থানা পুলিশ ও সেনাবাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।