বিলেতে হযরত শাহজালাল (রহ.) অনুসারী পরিষদ যুক্তরাজ্য এর প্রাথমিক আহ্বায়ক কমিটি গঠন
হযরত শাহজালাল (রহ.) ইয়ামেনী ও ৩৬০ আউলিয়া সহ বাংলাদেশের অন্যান্য সুফি দরবেশ স্মৃতি সংরক্ষনের লক্ষে এ পরিষদটি গঠন করা হয়েছে।
বুধবার সন্ধায় পুর্ব লন্ডনের একটি প্রতিষ্টানে কমিনিউটি নেতৃবৃন্দের উপস্থিতিতে হাফেজ এমডি জিলু খাঁনকে আহ্বায়ক এবং দক্ষিণ সুরমা সমাজ কল্যাণ সমিতির সভাপতি আকিকুর রহমান ও সাংবাদিক কামরুল আই রাসেলকে যুগ্ম আহ্বায়ক করে ১২ সদস্যের এ কমিটি করা হয়।
আহ্বায়ক কমিটির সদস্যরা হলেন, বীর মুক্তিযুদ্ধা দেওয়ান গৌস সুলতান, টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের সাবেক কাউন্সিলর ও মেয়র সেলিম উল্লাহ, জাতিয় চার নেতা পরিষদ যুক্তরাজ্যের সভাপতি শাহ ফারুক আহমেদ, এসএম মুস্তাফিজুর রহমান, সৈয়দ গোলাব আলী, বিসিএর যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ নাছির উদ্দিন, কামাল উদ্দিন, সাংবাদিক আব্দুল কাদের জিলানী, সাবেক পুলিশ অফিসার আহবাব মিয়া। ঘোষিত প্রাথমিক এ আহ্বায়ক কমিটির সমন্বয়ে আগামি এক মাসের মধ্যে বিলেতে বসবাসরত সুফি দরবেশ অনুসারিদের নিয়ে বড় পরিসরে পুর্নাঙ্গ একটি আহ্বাক কমিটি গঠন করা হবে।