BBCCI লন্ডন অঞ্চলের ২০২৫ সালের নতুন কমিটি ঘোষণা

ব্রিটিশ বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (BBCCI), লন্ডন রিজিয়নের ২০২৫ সালের জন্য নতুন এক্সিকিউটিভ কমিটির তালিকা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে। সদ্য অনুমোদিত এই কমিটির নেতৃত্বে রয়েছেন বিশিষ্ট ব্যবসায়ী মোঃ মনির আহমেদ।
নতুন এই কমিটিতে স্থান পেয়েছেন ব্রিটিশ বাংলাদেশি কমিউনিটির বিভিন্ন শ্রেণির প্রতিষ্ঠিত পেশাজীবী ও ব্যবসায়ীরা। কমিটির গুরুত্বপূর্ণ দায়িত্বে আছেন:
• সভাপতি: মোঃ মনির আহমেদ
• সিনিয়র ভাইস প্রেসিডেন্ট: শামসুল আরেফিন
• ভাইস প্রেসিডেন্ট: গুলজার খান ও হাফিজ মাওলানা ওয়াহিদ সিরাজি
• সাধারণ সম্পাদক: তুফাজ্জল আলম
• যুগ্ম সম্পাদক: আবু সুফিয়ান ঝিলাম
• কোষাধ্যক্ষ: মোঃ মাহবুবুল আলম খান
• যুগ্ম কোষাধ্যক্ষ: মোঃ নাজমুল হক বিশাল
• সদস্য সচিব: শোয়েব কবির
• অর্গানাইজিং সেক্রেটারি: আলী হোসেন
• অফিস সেক্রেটারি: মিস হাফসা নূর
• প্রেস সেক্রেটারি: মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন
• স্পোর্টস সেক্রেটারি: আব্দুল আনোয়ার খান
এক্সিকিউটিভ সদস্য হিসেবে আছেন: খায়রুল ইসলাম ভানী, সায়েদুল ইসলাম হালদার, আসওয়ার আলী, এবং ডা. সায়েদ মাশুক আহমেদ।
এই কমিটি অনুমোদন দিয়েছেন BBCCI-এর প্রেসিডেন্ট রফিক এম হায়দার, লন্ডন রিজিয়নের প্রেসিডেন্ট মনির আহমেদ, এবং ডিরেক্টর জেনারেল ডিওয়ান মোহদি।
চেম্বারের পক্ষ থেকে জানানো হয়েছে, এই নবনির্বাচিত কমিটি যুক্তরাজ্যে বসবাসরত বাংলাদেশি ব্যবসায়ীদের কল্যাণে এবং ইউকে-বাংলাদেশ দ্বিপাক্ষিক বাণিজ্যিক সম্পর্ককে আরও দৃঢ় ও কার্যকর করতে ভূমিকা রাখবে।