রাজাপুর বেড়িবাঁধ রাস্তার বেহাল দশা
রাজাপুর বেড়িবাঁধ হতে মো: এলেমের বাড়ি পর্যন্ত রাস্তাটির বেহাল দশা: ঢাকার নবাবগঞ্জ উপজেলাধীন জয়কৃষ্ণপুর ইউনিয়নের এই রাস্তাটি কিছু দিন পূর্বে ইট সোলিং এর কাজ হলেও ইতিমধ্যেই তা নষ্ট হয়ে গিয়েছে। এখন এই রাস্তায় হাটতে গেলেও উস্টা খেতে হয়।মোটর সাইকেল এ যাতায়াতেও মাঝে মধ্যে
খানা- খন্দে পরে যেতে হয়।
সরেজমিনে দেখা যায় – রাস্তাটির পার্শ্ববর্তী এলাকায় স্বনামধন্য একটি স্কুল “তরিকুল ইসলাম কিন্ডার গার্টেন” এবং একটি “জামে মসজিদ” রয়েছে ।
স্কুলে যেতে ছোট শিশু মণিদের কষ্টের শেষ নেই, তাছাড়া মুসল্লিদেরও মসজিদেরও নামাজে যেতে কষ্টের শেষ নেই । রোগী নিয়ে হাসপাতালে যেতে হলে না হেঁটে , না গাড়িতে যাওয়া যায়। এই খানা- খন্দ রাস্তায় যাতায়াতে এলাকাবাসীর কষ্টের শেষ নেই।এ বিষয়টি সরকারি কর্তৃপক্ষ কারোরই নজরে আসছেনা।
এ জন্য এলাকাবাসী দূর্ভোগ লাগবে কর্তৃপক্ষের নিকট এই অবহেলিত রাস্তাটির দ্রুত সংস্থারের দাবি জানিয়েছেন।