London ১০:৪০ পূর্বাহ্ন, রবিবার, ২৭ জুলাই ২০২৫, ১২ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
নির্যাতন নিপীড়ন সত্ত্বেও রাজপথে অবিচল তৃণমূলের আস্থার প্রতীক-মির্জা মোস্তফা জামান সিরাজগঞ্জে বিএনপির নেতাকর্মীদের সমন্বয়ে প্রস্তুতি সভা সলঙ্গায় পানিতে ডুবে ৪ বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু গোবিন্দগঞ্জে সড়কে গাছ ফেলে ডাকাতির চেষ্টা থ্রী হুইলার উল্টে নিহত ১ : আহত ১ বসুন্ধরা শুভসংঘের শেরপুর জেলা কমিটি গঠন : সভাপতি মিনহাজ, সম্পাদক শামীম লন্ডনে ব্রিটিশ বাংলাদেশ চেম্বারের লন্ডন রিজিওনাল কমিটির অভিষেক রাইসা মনি”র, কবর জিয়ারত করতে জামায়াত ইসলামির ড.ইলিয়াস মোল্লা কাঁকনহাটে কৃষকদের বিক্ষোভ ইউটিউব বদলে দিল ভাগ্য: ভিডিও বানিয়ে মাসে লাখ টাকা আয় করছেন বদলগাছীর তানভীর রায়হান মাইলস্টোন ট্র‍্যাজেডিতে নিহতদের আত্মার মাগফেরাত কামনায় দুর্গাপুরে দোয়া মাহফিল

লন্ডনে প্রথমবারের মতো ইউবিএম বিজনেস অ্যান্ড অন্ট্রাপ্রেনার এক্সপো ২০২৪ |


নতুন উদ্যোক্তাদের জন্য সেরা সুযোগ!

সাশ্রয়ী মূল্যে কেনাকাটা করার সুযোগ নিয়ে যুক্তরাজ্যে ইউকে বাংলা মার্কেট প্লেসের (ইউবিএম) উদ্যোগে প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে ইউবিএম বিজনেস অ্যান্ড এন্ট্রোপ্রোনার এক্সপো-২০২৪। আগামী ২৯ সেপ্টেম্বর মে ফেয়ার ভেন্যুতে এর আয়োজন করা হচ্ছে। এতে বিনামূল্যে সকলের প্রবেশাধিকার থাকছে। এই মেলায় অংশগ্রহণকারীদের নেটওয়ার্কিং এবং ব্যবসায়িক বিভিন্ন সুযোগ তৈরি করতে সাহায্য করবে। গত ১৬ সেপ্টেম্বর সোমবার লন্ডন বাংলা প্রেসক্লাব কার্যালয়ে ইউবিএম টিম আয়োজিত এক সংবাদ সম্মেলনের এসব তথ্য জানানো হয়েছে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন পে ট্যাপে ফাউন্ডার এন্ড ডিরেক্টর সাহেদ উদ্দিন, বিজনেস এক্সপোর কো স্পন্সর মজো কোম্পানির ইউকে পরিচালক মেঘলা, ষ্টল কোর্ডিনেটর তানিয়া আলী, ইউকে বাংলা মার্কেটপ্লেস পি আর লিড জান্নাতুল ফেরদৌস, টাওয়ার হ্যামলেট কাউন্সিলের সাবেক স্পিকার আহবাব হোসেন, সাপ্তাহিক নতুন দিনের প্রতিষ্ঠাতা মুহিব চৌধুরী, লন্ডন-বাংলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক তাইসির মাহমুদ, সিনিয়র সাংবাদিক মুসলেহ আহমেদ, রহমত আলী, আব্দুল মুমিন ক্যারল, মেজবাহ জামাল, টিভি ওয়ানের রিপোর্টার জাকির হোসেন কয়েস, এনটিভি ইউরোপের মাসুদুজ্জামান, চৌধুরী মুরাদ, আব্দুল হান্নান, আলাউর রহমান শাহীন, এ এস এম মাসুম, আব্দুল কাইয়ূম, এনাম চৌধুরী, হাসনাত চৌধুরী, সারোয়ার হোসেন, হেফাজুল করিম রাকিব প্রমুখ।

সংবাদ সম্মেলনে ইউকে বাংলা মার্কেট প্লেসের সিইও আকরামুল হুসাইন বলেন, আগামী ২৯ সেপ্টেম্বর মে ফেয়ার ভেন্যুতে যুক্তরাজ্যে বসবাসরত তরুণ উদ্যোক্তাদের জন্য বিশেষ বিশেষ আয়োজন নিয়ে অনুষ্ঠিত হবে ইউবিএম বিজনেস এন্ড এন্ট্রোপ্রোনার এক্সপো ২০২৪। যেখানে বিনামূল্যে থাকছে সকলের প্রবেশাধিকার। যা দুপুর ১২ টা থেকে চলবে রাত ৯টা পর্যন্ত। তিনি বলেন, বৃহৎ আকারের এই এক্সপোকে কেন্দ্র করে ইতিমধ্যে ব্যবসায়ীদের মধ্যে ব্যাপক উৎসাহ দেখা যাচ্ছে। এই মেলায় অংশগ্রহণকারীদের নেটওয়ার্কিং এবং ব্যবসায়িক বিভিন্ন সুযোগ তৈরি করতে সাহায্য করবে।

https://youtu.be/3RbLrJU1hCA?si=TlkdgLBnmvvAMxBk

সংবাদ সম্মেলনে জানানো হয়, ইউবিএম বিজনেস এক্সপো ২০২৪-এ কিছু গুরুত্বপূর্ণ আয়োজনের মধ্যে রয়েছে, বিভিন্ন ব্যবসায়িক স্টল যেখানে উদ্যোক্তারা তাদের পণ্য ও সেবাগুলো প্রদর্শন করতে পারবেন। এছাড়াও থাকছে প্রোডাক্ট লঞ্চ করার জন্য নির্ধারিত স্টল, নতুন পণ্য বা সেবা লঞ্চ করার সুযোগ, নেটওয়ার্কিং ও মার্কেটিং স্টল, ডিজিটাল মার্কেটিং সুবিধা, প্যানেল ডিসকাশন, সফল উদ্যোক্তাদের গল্প শোনার সুযোগ, প্রেজেন্টেশন ও পিচিং সেশন, ফান্ডিং এবং ইনভেস্টমেন্ট সংক্রান্ত আলোচনা, লিগ্যাল ও ফিনান্স কনসালটেশন। এছাড়াও থাকছে ৮ টি ক্যাটাগরিতে বিশেষ পুরস্কার। বিজনেস এক্সপোতে বিশেষ আকর্ষণ হিসাবে ৮টি ক্যাটাগরিতে পুরস্কার প্রদান করা হবে। পুরস্কার প্রদানের বিষয়গুলো হল ইনোভেশন অ্যাওয়ার্ড, পিপলস চয়েস অ্যাওয়ার্ড, সেরা ষ্টার্ট আপ অ্যাওয়ার্ড, সেরা কালিনারি এক্সপেরিয়েন্স, কমিউনিটি চয়েস অ্যাওয়ার্ড, সোশ্যাল বিজনেস অব দা ইয়ার, সাকসেস বিজনেস অব দ্যা ইয়ার এবং এন্ট্রোপ্রোনার অব দ্যা ইয়ার। এই পুরস্কারগুলো বিজনেস এক্সপোকে একটি বিশেষ অর্থপূর্ণ ইভেন্ট হিসেবে গড়ে তুলবে এবং আগামীতে উদ্যোক্তা হওয়ার জন্য তরুণদের অনুপ্রেরনা যোগাবে। ইভেন্টের দিন ভেন্ডর বা বিক্রেতা বেশ কিছু বিশেষ সুবিধা পাবেন, যেমন ব্যবসার লোগো প্রদর্শন, বিক্রেতার ব্যবসার ভিডিও প্রমোশন, মূল মঞ্চে ভেন্ডরদের বা অংশগ্রহণকারীদের ব্যবসা সম্পর্কে উপস্থাপনের সুযোগ।

কমিউনিটির সকল ব্যবসায়ীকে এক ছাতার নিচে নিয়ে আসাই এই আয়োজনের মূল লক্ষ্য উল্লেখ করে আকরামুল হোসেন বলেন, এটা এমন একটা আয়োজন হতে যাচ্ছে যেটি লন্ডনে বসবাসরত তরুণ উদ্যোক্তাদের জন্য বিশেষ একটা সুযোগ হিসাবে কাজ করবে এবং তাদের বিজনেস ক্যারিয়ার গড়ার দারুন সুযোগ করে দিবে।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information
আপডেট : ১২:৩৮:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪
১০৫
Translate »

লন্ডনে প্রথমবারের মতো ইউবিএম বিজনেস অ্যান্ড অন্ট্রাপ্রেনার এক্সপো ২০২৪ |

আপডেট : ১২:৩৮:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪

নতুন উদ্যোক্তাদের জন্য সেরা সুযোগ!

সাশ্রয়ী মূল্যে কেনাকাটা করার সুযোগ নিয়ে যুক্তরাজ্যে ইউকে বাংলা মার্কেট প্লেসের (ইউবিএম) উদ্যোগে প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে ইউবিএম বিজনেস অ্যান্ড এন্ট্রোপ্রোনার এক্সপো-২০২৪। আগামী ২৯ সেপ্টেম্বর মে ফেয়ার ভেন্যুতে এর আয়োজন করা হচ্ছে। এতে বিনামূল্যে সকলের প্রবেশাধিকার থাকছে। এই মেলায় অংশগ্রহণকারীদের নেটওয়ার্কিং এবং ব্যবসায়িক বিভিন্ন সুযোগ তৈরি করতে সাহায্য করবে। গত ১৬ সেপ্টেম্বর সোমবার লন্ডন বাংলা প্রেসক্লাব কার্যালয়ে ইউবিএম টিম আয়োজিত এক সংবাদ সম্মেলনের এসব তথ্য জানানো হয়েছে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন পে ট্যাপে ফাউন্ডার এন্ড ডিরেক্টর সাহেদ উদ্দিন, বিজনেস এক্সপোর কো স্পন্সর মজো কোম্পানির ইউকে পরিচালক মেঘলা, ষ্টল কোর্ডিনেটর তানিয়া আলী, ইউকে বাংলা মার্কেটপ্লেস পি আর লিড জান্নাতুল ফেরদৌস, টাওয়ার হ্যামলেট কাউন্সিলের সাবেক স্পিকার আহবাব হোসেন, সাপ্তাহিক নতুন দিনের প্রতিষ্ঠাতা মুহিব চৌধুরী, লন্ডন-বাংলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক তাইসির মাহমুদ, সিনিয়র সাংবাদিক মুসলেহ আহমেদ, রহমত আলী, আব্দুল মুমিন ক্যারল, মেজবাহ জামাল, টিভি ওয়ানের রিপোর্টার জাকির হোসেন কয়েস, এনটিভি ইউরোপের মাসুদুজ্জামান, চৌধুরী মুরাদ, আব্দুল হান্নান, আলাউর রহমান শাহীন, এ এস এম মাসুম, আব্দুল কাইয়ূম, এনাম চৌধুরী, হাসনাত চৌধুরী, সারোয়ার হোসেন, হেফাজুল করিম রাকিব প্রমুখ।

সংবাদ সম্মেলনে ইউকে বাংলা মার্কেট প্লেসের সিইও আকরামুল হুসাইন বলেন, আগামী ২৯ সেপ্টেম্বর মে ফেয়ার ভেন্যুতে যুক্তরাজ্যে বসবাসরত তরুণ উদ্যোক্তাদের জন্য বিশেষ বিশেষ আয়োজন নিয়ে অনুষ্ঠিত হবে ইউবিএম বিজনেস এন্ড এন্ট্রোপ্রোনার এক্সপো ২০২৪। যেখানে বিনামূল্যে থাকছে সকলের প্রবেশাধিকার। যা দুপুর ১২ টা থেকে চলবে রাত ৯টা পর্যন্ত। তিনি বলেন, বৃহৎ আকারের এই এক্সপোকে কেন্দ্র করে ইতিমধ্যে ব্যবসায়ীদের মধ্যে ব্যাপক উৎসাহ দেখা যাচ্ছে। এই মেলায় অংশগ্রহণকারীদের নেটওয়ার্কিং এবং ব্যবসায়িক বিভিন্ন সুযোগ তৈরি করতে সাহায্য করবে।

https://youtu.be/3RbLrJU1hCA?si=TlkdgLBnmvvAMxBk

সংবাদ সম্মেলনে জানানো হয়, ইউবিএম বিজনেস এক্সপো ২০২৪-এ কিছু গুরুত্বপূর্ণ আয়োজনের মধ্যে রয়েছে, বিভিন্ন ব্যবসায়িক স্টল যেখানে উদ্যোক্তারা তাদের পণ্য ও সেবাগুলো প্রদর্শন করতে পারবেন। এছাড়াও থাকছে প্রোডাক্ট লঞ্চ করার জন্য নির্ধারিত স্টল, নতুন পণ্য বা সেবা লঞ্চ করার সুযোগ, নেটওয়ার্কিং ও মার্কেটিং স্টল, ডিজিটাল মার্কেটিং সুবিধা, প্যানেল ডিসকাশন, সফল উদ্যোক্তাদের গল্প শোনার সুযোগ, প্রেজেন্টেশন ও পিচিং সেশন, ফান্ডিং এবং ইনভেস্টমেন্ট সংক্রান্ত আলোচনা, লিগ্যাল ও ফিনান্স কনসালটেশন। এছাড়াও থাকছে ৮ টি ক্যাটাগরিতে বিশেষ পুরস্কার। বিজনেস এক্সপোতে বিশেষ আকর্ষণ হিসাবে ৮টি ক্যাটাগরিতে পুরস্কার প্রদান করা হবে। পুরস্কার প্রদানের বিষয়গুলো হল ইনোভেশন অ্যাওয়ার্ড, পিপলস চয়েস অ্যাওয়ার্ড, সেরা ষ্টার্ট আপ অ্যাওয়ার্ড, সেরা কালিনারি এক্সপেরিয়েন্স, কমিউনিটি চয়েস অ্যাওয়ার্ড, সোশ্যাল বিজনেস অব দা ইয়ার, সাকসেস বিজনেস অব দ্যা ইয়ার এবং এন্ট্রোপ্রোনার অব দ্যা ইয়ার। এই পুরস্কারগুলো বিজনেস এক্সপোকে একটি বিশেষ অর্থপূর্ণ ইভেন্ট হিসেবে গড়ে তুলবে এবং আগামীতে উদ্যোক্তা হওয়ার জন্য তরুণদের অনুপ্রেরনা যোগাবে। ইভেন্টের দিন ভেন্ডর বা বিক্রেতা বেশ কিছু বিশেষ সুবিধা পাবেন, যেমন ব্যবসার লোগো প্রদর্শন, বিক্রেতার ব্যবসার ভিডিও প্রমোশন, মূল মঞ্চে ভেন্ডরদের বা অংশগ্রহণকারীদের ব্যবসা সম্পর্কে উপস্থাপনের সুযোগ।

কমিউনিটির সকল ব্যবসায়ীকে এক ছাতার নিচে নিয়ে আসাই এই আয়োজনের মূল লক্ষ্য উল্লেখ করে আকরামুল হোসেন বলেন, এটা এমন একটা আয়োজন হতে যাচ্ছে যেটি লন্ডনে বসবাসরত তরুণ উদ্যোক্তাদের জন্য বিশেষ একটা সুযোগ হিসাবে কাজ করবে এবং তাদের বিজনেস ক্যারিয়ার গড়ার দারুন সুযোগ করে দিবে।