” স্বপ্নবাজ “এর উদ্যোগে টি১০ ক্রিকেট টুনামেন্ট- ২০২৫
ফরিদপুর সদর উপজেলার ঈশান গোপালপুর ইউনিয়নে স্বপ্নবাজ যুব সামাজিক সংস্থার আয়োজনে, স্বপ্নবাজ এর সভাপতি আদনান সাগর ও শিক্ষা সাহিত্য প্রকশনা সম্পাদক মেহেদী মিরাজের উদ্যোগে ঈশান ইনস্টিউশন উচ্চ বিদ্যালয় মাঠে খেলাটি অনুষ্ঠিত হয়। ঈশান গোপালপুর ইউনিয়নের মোট ৮ টি ওয়ার্ড থেকে ৮ দলের এই টুর্নামেন্টে অংশগ্রহন করেন সমাজ পরিবর্তের শপথ পাঠ করা ইউনিয়নের আগ্রহী যুবকরা । শুক্রবার সকালে ১ম ম্যাচে ১ নং ওয়ার্ড বনাম ৮ নং ওয়ার্ড হাড্ডাহাড্ডি লড়াই করে। ৮ নং ওয়ার্ড কে ৯ উইকেটে পরাজিত করে ১ নং ওয়ার্ড । অন্যদিকে, দ্বিতীয় ম্যাচ ৬ নং ওয়ার্ডের সাথে ৯ নং ওয়ার্ড প্রতিযোগিতা করে। সেখানে ৩৯ রানে ৬ নং ওয়ার্ড জয় লাভ করেন। এভাবে, তৃতীয় ম্যাচ শুক্রবার বিকালে ২ নং ওয়ার্ড বনাম ৩ নং ওয়ার্ডের লড়াই জমে উঠে সেখানে ২৩ রানে ৩ নং ওয়ার্ড জয় লাভ করে । উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত এই টুর্নামেন্ট দেখতে উপস্থিত হয় শত শত দর্শক। চার-ছক্কা হাঁকালে বা আউটের সময়ে করতালি আর চিৎকার ধ্বনিতে খেলোয়াদের উৎসাহ জোগান দর্শকরা। এদের প্রায় সবাই বয়সে শিশু-কিশোর ও যুবক।