দাবানলে মৃত বেড়ে ১০, লস অ্যাঞ্জেলসে পুড়ে ছাই ১০ হাজার স্থাপনা
যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে ভয়াবহ দাবানলে মৃত বেড়ে ১০ জনে দাঁড়িয়েছে। এছাড়াও পুড়ে গেছে প্রায় ১০ হাজার ঘরবাড়ি-স্থাপনা। তিন দিন ধরে চলমান এই দাবানল শুকনো বাতাসে আরও ছড়িয়ে পড়ছে বলে উল্লেখ করেছে বার্তা সংস্থা রয়টার্স।
প্রতিবেদনে বলা হয়, শহরের পশ্চিমে সান্তা মনিকা ও মালিবুর মধ্যবর্তী এলাকায় প্রায় ৩৪ হাজার একর এলাকা দাবানলে পুড়ে গেছে। এসব এলাকা পরিণত হয়েছে ছাইয়ে।
লস অ্যাঞ্জেলেস কাউন্টির মেডিকেল পরীক্ষক জানিয়েছেন, মৃতের সংখ্যা বেড়ে ১০ জনে দাঁড়িয়েছে। তবে তাদের পরিচয় বা বিস্তারিত তথ্য দেওয়া হয়নি। অপরদিকে লস অ্যাঞ্জেলেস কাউন্টির শেরিফ রবার্ট লুনা এক সংবাদ সম্মেলনে বলেছেন, মৃতের সংখ্যা আরো বাড়তে পারে।
তার ভাষ্য, এসব এলাকায় যেন পারমাণবিক বোমা পড়েছে এমন অবস্থা। আমি ভালো খবরের প্রত্যাশা করছি না। বরং খারাপ কিছুর জন্য মানসিকভাবে প্রস্তুত হচ্ছি। একটি বেসরকারি সংস্থা জানিয়েছে, এ দাবানলে ১৩৫ বিলিয়ন থেকে ১৫০ বিলিয়ন ডলার ক্ষতি হয়েছে, যা শহরটি পুনর্গঠনে দীর্ঘমেয়াদি চ্যালেঞ্জ জানাচ্ছে।
লস অ্যাঞ্জেলেসের মেয়র জানিয়েছে তারা ইতোমধ্যে শহর পুনর্গঠনে কাজ শুরু করেছেন।