সংবাদ শিরোনাম:
ইয়থ ডেভলপমেন্ট ফোরামের আয়োজনে কুমারখালীতে কবিতা উৎসব অনুষ্ঠিত
উৎসবে বক্তারা বলেন, কবিদের পেটে ক্ষুধা থাকলেও মুখে থাকে সুধা। সুন্দর সমাজ ও জাতি গঠনে কবিদের ভূমিকা রয়েছে। নতুন প্রজন্ম যেন পথভ্রষ্ট না হয়, সেজন্য বেশি বেশি এমন আয়োজন করতে হবে।
উৎসবে কুমারখালীর কবি এম হাসিম আলীর রচিত ” বর্ণমালায় কাব্যগ্রন্থ ” গ্রন্থ‘র মোড়ক উন্মোচন করেন প্রধান অতিথি আমিরুল আরাফাসহ অতিথিবৃন্দ। অনুষ্ঠানে আগত কবি ও লেখকদের স্বেচ্ছাসেবি সংগঠন ইয়থ ডেভলপমেন্ট ফোরামের পক্ষ থেকে উত্তরিয়, সম্মাননা স্মারক, কলম, প্যাড ও দুপুরের খাবার প্রদান করা হয়।
Please Share This Post in Your Social Media
Translate »