সংবাদ শিরোনাম:
মেহেরপুরে পরকীয়ার জেরে স্বামীর পুরুষাঙ্গ কেটে পালাতক স্ত্রী, আহত স্বামী হাসপাতালে
মেহেরপুর শহরের চক্রপাড়ায় পরকীয়ার জেরে স্বামী-স্ত্রীর মধ্যে সংঘর্ষের একপর্যায়ে স্ত্রী নাসরিন খাতুন স্বামী ইমাম হোসেনের পুরুষাঙ্গ কেটে দিয়ে পালিয়ে গেছেন। গুরুতর আহত ইমাম হোসেন বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।রোববার (২২ ডিসেম্বর) ভোর ৪টার দিকে এ ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন মেহেরপুর থানার ওসি মেজবাহ উদ্দিন।আহত ইমাম হোসেন পটুয়াখালীর দুমকি উপজেলার মোতাহার হোসেনের ছেলে এবং তার স্ত্রী নাসরিন বরিশালের বাবুগঞ্জ উপজেলার আব্দুস সামাদ সিকদারের মেয়ে।স্থানীয় সূত্রে জানা যায়, লাল তীর বীজ কোম্পানিতে কর্মরত ইমাম হোসেন স্ত্রী নাসরিনকে নিয়ে মেহেরপুর শহরের চক্রপাড়ায় মনির হোসেনের বাড়িতে ভাড়া থাকতেন।শনিবার রাতে দাম্পত্য কলহের একপর্যায়ে এই নৃশংস ঘটনা ঘটে। ঘটনার পর থেকে নাসরিন খাতুন পলাতক রয়েছেন। বিষয়টি তদন্ত করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
Please Share This Post in Your Social Media
Translate »