London ০৩:০২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫, ৯ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

নতুন বছরে সড়ক কাঁপাতে আসছে রয়্যাল এনফিল্ডের ৩ বাইক

অনলাইন ডেস্ক

রয়্যাল এনফিল্ড বাইকের জনপ্রিয়তা সম্পর্কে নতুন করে নিশ্চয়ই বলতে হবে না। শুরু থেকেই একই ডিজাইনে ভিন্ন ভিন্ন মডেলে বাজারে আসছে বাইকটি। ষাটের দশকে এর যেমন জনপ্রিয়তা ছিল, তেমনি আশির দশকে, এমনকি একবিংশ শতাব্দীতে এসে একই রয়েছে।

বছরজুড়ে অনেকগুলো মডেলের বাইক বাজারে এনেছে নির্মাতা সংস্থা। নতুন বছরের শুরুতেই ৩ বাইক আনার ঘোষণা দিয়েছে সংস্থা। রয়্যাল এনফিল্ড ক্লাসিক থেকে শুরু করে বুলেট অনেক মডেল এরই মধ্যে বাজারে রয়েছে। কিছুদিন আগেই বাংলাদেশে ৪টি মডেলের বাইক এনে শোরগোল ফী দিয়েছিল রয়্যাল এনফিল্ড।

রয়্যাল এনফিল্ড ক্লাসিক ৬৫০
রয়্যাল এনফিল্ডের সবচেয়ে বেশি বিক্রি হওয়া মডেলের মধ্যে প্রথমেই রয়েছে রয়্যাল এনফিল্ড ক্লাসিক। এই বাইকের ৬৫০ সিসির নতুন ভার্সন আসতে চলেছে বাজারে। আসন্ন রয়্যাল এনফিল্ড ক্লাসিক ৬৫০-এর পাওয়ারট্রেন হিসেবে ৬৪৮ সিসির প্যারালাল টুইন ইঞ্জিন থাকবে। এতে সর্বোচ্চ ৪৭.১ বিএইচপি শক্তি থাকবে এবং ৫২.৪ এনএম টর্ক উৎপন্ন হবে। ২০২৫ সালের প্রথম তিন মাসের মধ্যেই বাজারে আসতে চলেছে রয়্যাল এনফিল্ড ক্লাসিক ৬৫০।

রয়্যাল এনফিল্ড বুলেট ৬৫০
রয়্যাল এনফিল্ডের বুলেট ৬৫০ বাইকটিও বাজারে আসতে চলেছে নতুন বছরের শুরুতেই। এই বাইকে অনেক অত্যাধুনিক ফিচার্স থাকতে চলেছে। এরই মধ্যে এর টেস্টিংয়ের সাক্ষী হয়েছেন অনেকেই। ভারতে বহুবার চোখে পড়েছে এই রয়্যাল এনফিল্ড বুলেট ৬৫০ বাইকটিকে টেস্টিং করতে। ৬৪৮ সিসি টুইন সিলিন্ডার ইঞ্জিনের সঙ্গে বাজারে আসবে এই বাইকটি।

রয়্যাল এনফিল্ড হিমালয়ান ৬৫০
নতুন রয়্যাল এনফিল্ড হিমালয়ান ৬৫০ বাইকটি হতে পারে যে কোনো বাইকের খুবই ভালো বিকল্প। রয়্যাল এনফিল্ডের ইন্টারসেপ্টর বাইকের ট্রেলিস প্ল্যাটফর্মের উপর এই নতুন বাইকটি গড়ে উঠেছে। আগামী বছরের মাঝামাঝিতে এই বাইক বাজারে আনতে পারে সংস্থা।

সূত্র: এবিপি নিউজ, হিন্দুস্থান অটো

Tag :

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information
আপডেট : ০১:৪৬:০৬ অপরাহ্ন, রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪
১৪
Translate »

নতুন বছরে সড়ক কাঁপাতে আসছে রয়্যাল এনফিল্ডের ৩ বাইক

আপডেট : ০১:৪৬:০৬ অপরাহ্ন, রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪

রয়্যাল এনফিল্ড বাইকের জনপ্রিয়তা সম্পর্কে নতুন করে নিশ্চয়ই বলতে হবে না। শুরু থেকেই একই ডিজাইনে ভিন্ন ভিন্ন মডেলে বাজারে আসছে বাইকটি। ষাটের দশকে এর যেমন জনপ্রিয়তা ছিল, তেমনি আশির দশকে, এমনকি একবিংশ শতাব্দীতে এসে একই রয়েছে।

বছরজুড়ে অনেকগুলো মডেলের বাইক বাজারে এনেছে নির্মাতা সংস্থা। নতুন বছরের শুরুতেই ৩ বাইক আনার ঘোষণা দিয়েছে সংস্থা। রয়্যাল এনফিল্ড ক্লাসিক থেকে শুরু করে বুলেট অনেক মডেল এরই মধ্যে বাজারে রয়েছে। কিছুদিন আগেই বাংলাদেশে ৪টি মডেলের বাইক এনে শোরগোল ফী দিয়েছিল রয়্যাল এনফিল্ড।

রয়্যাল এনফিল্ড ক্লাসিক ৬৫০
রয়্যাল এনফিল্ডের সবচেয়ে বেশি বিক্রি হওয়া মডেলের মধ্যে প্রথমেই রয়েছে রয়্যাল এনফিল্ড ক্লাসিক। এই বাইকের ৬৫০ সিসির নতুন ভার্সন আসতে চলেছে বাজারে। আসন্ন রয়্যাল এনফিল্ড ক্লাসিক ৬৫০-এর পাওয়ারট্রেন হিসেবে ৬৪৮ সিসির প্যারালাল টুইন ইঞ্জিন থাকবে। এতে সর্বোচ্চ ৪৭.১ বিএইচপি শক্তি থাকবে এবং ৫২.৪ এনএম টর্ক উৎপন্ন হবে। ২০২৫ সালের প্রথম তিন মাসের মধ্যেই বাজারে আসতে চলেছে রয়্যাল এনফিল্ড ক্লাসিক ৬৫০।

রয়্যাল এনফিল্ড বুলেট ৬৫০
রয়্যাল এনফিল্ডের বুলেট ৬৫০ বাইকটিও বাজারে আসতে চলেছে নতুন বছরের শুরুতেই। এই বাইকে অনেক অত্যাধুনিক ফিচার্স থাকতে চলেছে। এরই মধ্যে এর টেস্টিংয়ের সাক্ষী হয়েছেন অনেকেই। ভারতে বহুবার চোখে পড়েছে এই রয়্যাল এনফিল্ড বুলেট ৬৫০ বাইকটিকে টেস্টিং করতে। ৬৪৮ সিসি টুইন সিলিন্ডার ইঞ্জিনের সঙ্গে বাজারে আসবে এই বাইকটি।

রয়্যাল এনফিল্ড হিমালয়ান ৬৫০
নতুন রয়্যাল এনফিল্ড হিমালয়ান ৬৫০ বাইকটি হতে পারে যে কোনো বাইকের খুবই ভালো বিকল্প। রয়্যাল এনফিল্ডের ইন্টারসেপ্টর বাইকের ট্রেলিস প্ল্যাটফর্মের উপর এই নতুন বাইকটি গড়ে উঠেছে। আগামী বছরের মাঝামাঝিতে এই বাইক বাজারে আনতে পারে সংস্থা।

সূত্র: এবিপি নিউজ, হিন্দুস্থান অটো