সংবাদ শিরোনাম:
যুব এশিয়াকাপ জয়ীদের জন্য বড় অঙ্কের পুরস্কার ঘোষণা বিসিবির
ভারতকে ৫৯ রানে হারিয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের শিরোপা ধরে রেখেছে বাংলাদেশ। টানা দ্বিতীয়বার এশিয়া কাপ জয় করে ইতিহাস গড়েছে আজিজুল হাকিম তামিমের দল। এ জয়ের স্বীকৃতি হিসেবে বিসিবি ঘোষণা করেছে বড় অঙ্কের পুরস্কার।
শনিবার বিসিবির বোর্ড মিটিং শেষে সভাপতি ফারুক আহমেদ জানান, যুব এশিয়া কাপজয়ী প্রতিটি ক্রিকেটার এবং কোচিং স্টাফ সদস্যকে ৩ লাখ টাকা করে পুরস্কার দেওয়া হবে।
প্রসঙ্গত, যুব এশিয়া কাপের ফাইনালে আগে ব্যাট করে ১৯৮ রান সংগ্রহ করে বাংলাদেশ। রিজান হোসেন সর্বোচ্চ ৪৭ রান করেন। শিহাব জেমসের ৪০ এবং ফরিদ হাসানের ৩৯ রানের ইনিংস দলকে লড়াকু পুঁজি এনে দেয়। লক্ষ্য তাড়ায় ভারতের ইনিংস ১৩৯ রানেই শেষ হয়ে যায়। আজিজুল তামিম ও দেবাশীষ দেবার বোলিংয়ে ভারতীয় ব্যাটসম্যানরা হার মানে।
Tag :
বিসিবি
Please Share This Post in Your Social Media
Translate »