সিরিয়ায় এক গণকবরেই লক্ষাধিক লাশের সন্ধান
সিরিয়ার রাজধানী দামেস্ক থেকে ৪০ কিলোমিটার দূরে একটি গণকবরে লক্ষাধিক লাশের সন্ধান পাওয়া গেছে। সোমবার বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।
প্রতিবেদনে যুক্তরাষ্ট্র-ভিত্তিক সিরিয়ার পর্যবেক্ষক সংস্থা সিরিয়ান এমার্জেন্সি টাস্ক ফোর্সের সূত্রে বলা হয়েছে, ওই গণকবরে ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট বাশার আল-আসাদ নেতৃত্বাধীন সাবেক সরকারের হাতে নিহত লক্ষাধিক মানুষের লাশ রয়েছে।
সংস্থাটির প্রধান মোয়াজ মোস্তফা বলেছেন, রাজধানী থেকে ৪০ কিলোমিটার উত্তরের আল কুতায়ফাহ এলাকায় গণকবরটি অবস্থিত। ওই এলাকায় গত কয়েক বছরে তিনি আরো একই ধরনের অন্তত পাঁচটি গণকবর শনাক্ত করেছেন।
মোস্তফা বলেন, এই পাঁচটির বাইরেও সিরিয়ার অন্যান্য এলাকাতেও আরো অনেক গণকবর রয়েছে। আসাদের বাহিনীর হাতে নিহতদের মাঝে মার্কিন, ব্রিটিশ ও অন্যান্য দেশের নাগরিকও রয়েছেন।
তবে মোস্তফার এসব অভিযোগের সত্যতা নিশ্চিত হওয়া যায়নি বলে জানিয়েছে রয়টার্স।