London ০৫:২০ অপরাহ্ন, শুক্রবার, ২৪ জানুয়ারী ২০২৫, ১১ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

বিআরটিএ কর্তৃক লাইসেন্স প্রদানসহ ৫ দফা দাবিতে

ইজিবাইক সংগ্রাম পরিষদের বিক্ষোভ মিছিল সমাবেশ ও স্মারকলিপি প্রদান

আঃ জলিল মন্ডল (গাইবান্ধা) প্রতিনিধিঃ
সপ্তাহে ৩ দিন ইজিবাইক বন্ধের সিদ্ধান্ত বাতিল নীতিমালা চূড়ান্ত করে বিআরটিএ কর্তৃক লাইসেন্স প্রদানসহ ৫ দফা দাবিতে মঙ্গলবার দুপুরে ব্যাটারি চালিত রিকশা ভ্যান ইজিবাইক সংগ্রাম পরিষদ গাইবান্ধা জেলা শাখার উদ্যোগে শহরে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। বিক্ষোভ মিছিলটি শহর প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে এক সমাবেশে মিলিত হয়। পরে ৫ দফা দাবি সম্বলিত একটি স্মারকলিপি নেতৃবৃন্দ জেলা প্রশাসকের কাছে প্রদান করেন।
সংগ্রাম পরিষদের প্রধান সমন্বয়ক লাভলু মিয়ার সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন ব্যাটারি চালিত ইজিবাইক সংগ্রাম পরিষদের জেলার প্রধান উপদেষ্টা গোলাম রব্বানী, উপদেষ্টা আফরোজা আব্বাস, সুকুমার মোদক, সংগ্রাম পরিষদের জেলা নেতা রাজা মিয়া, শামীম আহমেদ প্রমুখ।
বক্তারা বলেন, যেখানে সপ্তাহের সাত দিন গাড়ি চালিয়েও ইজিবাইক চালকরা সংসার চালাতে পারেন না, সেখানে সপ্তাহে তিনদিন গাড়ি চালালে তারা কিভাবে সংসার চালাবে? তারা বলেন, যারা ইতোমধ্যে পৌর কর্তৃপক্ষের নির্ধারিত ৪১০০ এবং ৩৫০০ টাকা দিয়ে টোকেন নবায়ন করেছে তাদেরকেও ৬৫০ টাকা দিয়ে হলুদ এবং সবুজ প্লেট নিতে বাধ্য করছে পৌর কর্তৃপক্ষ। নেতৃবৃন্দ আরও বলেন, শহরের যানযট নিরসনের জন্য বাইপাস সড়ক নির্মাণ, পৌর সড়ক প্রশস্থকরণ, ইজিবাইক স্ট্যান্ড এবং সড়ক-মহাসড়কে স্বল্প গতির যানবাহনের জন্য একটি আলাদা লেন নির্মাণের দাবি জানান।

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information
আপডেট : ০১:২৬:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ ডিসেম্বর ২০২৪
১৭
Translate »

বিআরটিএ কর্তৃক লাইসেন্স প্রদানসহ ৫ দফা দাবিতে

ইজিবাইক সংগ্রাম পরিষদের বিক্ষোভ মিছিল সমাবেশ ও স্মারকলিপি প্রদান

আপডেট : ০১:২৬:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ ডিসেম্বর ২০২৪
সপ্তাহে ৩ দিন ইজিবাইক বন্ধের সিদ্ধান্ত বাতিল নীতিমালা চূড়ান্ত করে বিআরটিএ কর্তৃক লাইসেন্স প্রদানসহ ৫ দফা দাবিতে মঙ্গলবার দুপুরে ব্যাটারি চালিত রিকশা ভ্যান ইজিবাইক সংগ্রাম পরিষদ গাইবান্ধা জেলা শাখার উদ্যোগে শহরে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। বিক্ষোভ মিছিলটি শহর প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে এক সমাবেশে মিলিত হয়। পরে ৫ দফা দাবি সম্বলিত একটি স্মারকলিপি নেতৃবৃন্দ জেলা প্রশাসকের কাছে প্রদান করেন।
সংগ্রাম পরিষদের প্রধান সমন্বয়ক লাভলু মিয়ার সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন ব্যাটারি চালিত ইজিবাইক সংগ্রাম পরিষদের জেলার প্রধান উপদেষ্টা গোলাম রব্বানী, উপদেষ্টা আফরোজা আব্বাস, সুকুমার মোদক, সংগ্রাম পরিষদের জেলা নেতা রাজা মিয়া, শামীম আহমেদ প্রমুখ।
বক্তারা বলেন, যেখানে সপ্তাহের সাত দিন গাড়ি চালিয়েও ইজিবাইক চালকরা সংসার চালাতে পারেন না, সেখানে সপ্তাহে তিনদিন গাড়ি চালালে তারা কিভাবে সংসার চালাবে? তারা বলেন, যারা ইতোমধ্যে পৌর কর্তৃপক্ষের নির্ধারিত ৪১০০ এবং ৩৫০০ টাকা দিয়ে টোকেন নবায়ন করেছে তাদেরকেও ৬৫০ টাকা দিয়ে হলুদ এবং সবুজ প্লেট নিতে বাধ্য করছে পৌর কর্তৃপক্ষ। নেতৃবৃন্দ আরও বলেন, শহরের যানযট নিরসনের জন্য বাইপাস সড়ক নির্মাণ, পৌর সড়ক প্রশস্থকরণ, ইজিবাইক স্ট্যান্ড এবং সড়ক-মহাসড়কে স্বল্প গতির যানবাহনের জন্য একটি আলাদা লেন নির্মাণের দাবি জানান।