মোহাম্মদপুরে বিশেষ অভিযান: ৭ দিনে গ্রেপ্তার ১৮০, বিপুল অস্ত্র উদ্ধার
রাজধানীর মোহাম্মদপুরে অভিযান চালিয়ে নানা ধরনের অস্ত্র উদ্ধার করা হয়েছেছবি: পুলিশের সৌজন্যে
রাজধানীর মোহাম্মদপুর এলাকায় বিশেষ অভিযান চালিয়ে এক সপ্তাহে ১৮০ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাঁদের কাছ থেকে আগ্নেয়াস্ত্র, গুলি ও নানা ধরনের দেশীয় অস্ত্র জব্দ করা হয়েছে। উদ্ধার করা হয়েছে বিভিন্ন স্থান থেকে লুট হওয়া টাকা, স্বর্ণালংকার ও মালামাল।
অভিযান তদারকি কর্মকর্তা ঢাকা মহানগর পুলিশের তেজগাঁও বিভাগের উপকমিশনার মো. রুহুল কবির খান আজ শনিবার দুপুরে বলেন, গ্রেপ্তার ব্যক্তিরা পেশাদার সন্ত্রাসী ও কিশোর গ্যাংয়ের নেতা। তাঁদের বিরুদ্ধে হত্যা, ডাকাতি, অস্ত্র আইন এবং অপহরণের মামলা রয়েছে। একেকজনের বিরুদ্ধে ৩টি থেকে ২৫টি পর্যন্ত মামলা রয়েছে।
সম্প্রতিক মোহাম্মদপুরে খুন, ছিনতাই, ডাকাতি, সংঘর্ষের ঘটনাসহ আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হলে স্থানীয় বাসিন্দারা গত ২৬ অক্টোবর সন্ত্রাসমুক্ত মোহাম্মদপুরের দাবিতে থানার সামনে প্রতিবাদ জানান। এরপর ওই দিন রাতেই সেনাবাহিনী, পুলিশ ও র্যাব যৌথ অভিযান শুরু করে। এরপর গতকাল শুক্রবার পর্যন্ত পুলিশের তেজগাঁও বিভাগ ১৮০ জনকে গ্রেপ্তার করেছে বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ সূত্র জানায়, মোহাম্মদপুর রায়ের বাজারে জোড়া খুন, মোহাম্মদপুর জেনেভা ক্যাম্পে আরেক খুনের ঘটনায় জড়িত অভিযোগে ২০ জনকে; একটি ডাকাতির মামলায় ২০ জন, ৯টি ছিনতাইয়ের মামলায় ২২ জন, দুটি অস্ত্র মামলায় ২৬ জন এবং একটি অপহরণের মামলায় ৫ জনকে গ্রেপ্তার করা হয়। এ ছাড়া মোহাম্মদপুর থানায় হওয়া বিভিন্ন মামলায় আরও ৮৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
উপকমিশনার রুহুল কবির খান বলেন, পুলিশ সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী বিশেষ অভিযান অব্যাহত আছে। মোহাম্মদপুর এলাকায় এখন অপরাধ কর্মকাণ্ড কমে গেছে।