২০২২ সালের সাফজয়ী নারী ফুটবল দলের খেলোয়াড়েরা দেশে ফিরলে ছাদখোলা বাসে তাঁদের এই শোভাযাত্রা হয় সে বছর ২১ সেপ্টেম্বরছবি:
কী খেলাটাই না হলো! বাংলাদেশ বনাম নেপাল। সাফ চ্যাম্পিয়ন কোন নারী দল হবে, তারই চূড়ান্ত লড়াই। নেপালের দশরথ রঙ্গশালায় খেলা হচ্ছে। আমরা প্রথম আলোর কর্মীরা বার্তাকক্ষের ব্যস্ততা ভুলে তাকিয়ে আছি কম্পিউটারের পর্দায়। ইউটিউবে লাইভ খেলা দেখাচ্ছে, সেখানেই চোখ।
গোল, গোল…পুরো অফিস চিৎকার করছে। আমি জানি, তখন চিৎকার করছে ময়মনসিংহের ধোবাউরা উপজেলার কলসিন্দুর গ্রাম।
ফোন করি কলসিন্দুর স্কুলের ফুটবল কোচ জুয়েল মিয়াকে। ওই গ্রামের বেশ কজন ফুটবলার আছেন এখন কাঠমান্ডুতে বাংলাদেশ দলে। কলসিন্দুরবাসী বলছেন, মোবাইলে খেলা দেখছেন। নেপাল গোল শোধ করে দিল। রাঙামাটির খাগড়া স্কুলের আশপাশের গ্রামগুলো তখন প্রার্থনায় বসেছে। মনিকা চাকমা, ঋতুপর্ণা, রুপনা, আচিং মগিনি ও আনাই মগিনি যে এই স্কুলের ছাত্রী ছিলেন। সাতক্ষীরায় সাবিনার পাড়ায় আবারও হুল্লোড়। গোল করেছে বাংলাদেশ। ঋতুপর্ণার সেই রকম শট।
আমরা প্রথম আলোয় বসে চোখ মুছি।