London ০৫:৫৫ অপরাহ্ন, বুধবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৫, ২৩ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
জেলা বিএনপির আহবায়ক কমিটিতে আওয়ামী দোষরদের অন্তর্ভুক্তির প্রতিবাদে ও বিতর্কিত কমিটি বাতিলের দাবীতে সংবাদ সম্মেলন আওয়ামী লীগের সহ-সভাপতি আলতাব মালিথার শাস্তির দাবিতে বিক্ষোভ প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত রাজমিস্ত্রীকে কুপিয়ে হত্যা, খুনিদের ফাঁসির দাবিতে মানববন্ধন শেখ হাসিনাকে হত্যাচেষ্টা মামলায় ফাঁসির ৯ জনসহ সব আসামি খালাস কুষ্টিয়ার মিরপুর উপজেলা বিএনপির আহ্বায়ক ও সদস্য সচিবের বিরুদ্ধে পকেট কমিটি গঠনের অভিযোগ নীলফামারীতে যুবককে মারধর, থানায় অভিযোগ করতে গিয়ে হামলার শিকার ১৭বছর আওয়ামী সরকার আমলে ভোট-ভাতের অধিকার হরণ করেছিলেন, জিলানী শাবান মাসে রোজা রাখার গুরুত্ব ভারতের খেলার টিকেট বিক্রি শেষ তিন ছাত্রকে ছাড়িয়ে নিতে উত্তরায় থানায় হামলা

তাইজুলের খোঁচা, ‘খারাপ খেলে ট্রল হয়েও অনেকে স্টার হয়েছে’

বাংলাদেশের জার্সিতে টেস্টে দ্বিতীয় বোলার হিসেবে ২০০ উইকেট শিকারের কীর্তি গড়েছেন তাইজুল ইসলাম। সাকিব আল হাসানকে হটিয়ে বাংলাদেশের পক্ষে টেস্টে দ্রুততম ২০০ উইকেটের রেকর্ডও এখন তার দখলে। 

মিরপুর টেস্টের প্রথম ইনিংসে ৫ উইকেট পাওয়ার পর সংবাদ সম্মেলনে তাইজুল বলেন,  ‘আমাদের দেশে সত্যি বলতে অনেক কিছুই মুখে মুখে। বিষয়টা হলো- অনেকেই আছে খারাপ করেও ট্রল হতে হতে স্টার হয়ে গেছে। আবার অনেকে ভালো করেও স্টার হতে পারেনি। এরকম অনেক হয়েছে। এগুলো মেনে নিয়েছি। মেনে নেওয়া ছাড়া গতি নেই।’
সাকিব ইস্যুতে তাইজুল বলেছেন, ‘সাকিব ভাই থাকলেও আমি সাকিব ভাইয়ের কারণে উইকেট পাই, সাকিব ভাই না থাকলেও সাকিব ভাইয়ের (না থাকার) কারণে যেন উইকেট পাই (হাসি)। বিষয়টা এরকম আরকি। খেলি তো আমি। আমার আক্ষেপের কিছু নেই। বড় বড় খেলোয়াড়ের সাথে খেলতে পেরে আমার ভালো লেগেছে। এটাও একটা আনন্দের বিষয়।’

তাইজুল আরও বলেছেন, ‘তাদের সাথে অনেক কিছু শেয়ার করা, যাদের অভিজ্ঞতা আছে, তামিম ভাই সাকিব ভাই মুশফিক ভাই, রিয়াদ ভাইও ছিল। যারাই ছিল, আমাদের দেশে কতটুকু মূল্যায়ন করে জানি না। তবে ডিসকাশন করলে অভিজ্ঞ খেলোয়াড়ের কাছ থেকে অনেক কিছু নেওয়ার আছে। আমি ঐ জিনিসগুলো করার চেষ্টা করি আরকি। হয়ত আমি না নিতে পারলেও একজন জুনিয়রকে শেখাতে পারব। এজন্যও শিখে রাখাটা ভালো।’

সাকিবের কারণে অনেকটা আড়ালে থাকতেন তাইজুল। কখনো কখনো একাদশে জায়গাও হারাতে হতো তাকে। সাকিবের জন্য কি নিজেকে বঞ্চিত ভাবেন তাইজুল? তার অবসর কি তাইজুলের জন্য স্বস্তিদায়ক? এমন প্রশ্নে অস্বস্তিতে পড়া তাইজুল বলেন, ‘বঞ্চিত বলতে… আপনার প্রশ্নটা একটু কেমন যেন হয়ে গেল। বঞ্চিতর কিছু নেই। বিশ্বে অনেকে আছে, বড় খেলোয়াড় ছিল, তারা খেলার সময় অন্যরা সুযোগ কম পেত। মুরালিধরনের সময় হেরাথ খেলতে পারেনি। হেরাথ অনেক উইকেট পেয়েছে, দীর্ঘদিন খেলেছে। আমিও ইনশাআল্লাহ… সামনে দেখি ভালো কিছু হয় নাকি।’

Tag :

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information
আপডেট : ০৩:২৪:০৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ অক্টোবর ২০২৪
২৮
Translate »

তাইজুলের খোঁচা, ‘খারাপ খেলে ট্রল হয়েও অনেকে স্টার হয়েছে’

আপডেট : ০৩:২৪:০৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ অক্টোবর ২০২৪

বাংলাদেশের জার্সিতে টেস্টে দ্বিতীয় বোলার হিসেবে ২০০ উইকেট শিকারের কীর্তি গড়েছেন তাইজুল ইসলাম। সাকিব আল হাসানকে হটিয়ে বাংলাদেশের পক্ষে টেস্টে দ্রুততম ২০০ উইকেটের রেকর্ডও এখন তার দখলে। 

মিরপুর টেস্টের প্রথম ইনিংসে ৫ উইকেট পাওয়ার পর সংবাদ সম্মেলনে তাইজুল বলেন,  ‘আমাদের দেশে সত্যি বলতে অনেক কিছুই মুখে মুখে। বিষয়টা হলো- অনেকেই আছে খারাপ করেও ট্রল হতে হতে স্টার হয়ে গেছে। আবার অনেকে ভালো করেও স্টার হতে পারেনি। এরকম অনেক হয়েছে। এগুলো মেনে নিয়েছি। মেনে নেওয়া ছাড়া গতি নেই।’
সাকিব ইস্যুতে তাইজুল বলেছেন, ‘সাকিব ভাই থাকলেও আমি সাকিব ভাইয়ের কারণে উইকেট পাই, সাকিব ভাই না থাকলেও সাকিব ভাইয়ের (না থাকার) কারণে যেন উইকেট পাই (হাসি)। বিষয়টা এরকম আরকি। খেলি তো আমি। আমার আক্ষেপের কিছু নেই। বড় বড় খেলোয়াড়ের সাথে খেলতে পেরে আমার ভালো লেগেছে। এটাও একটা আনন্দের বিষয়।’

তাইজুল আরও বলেছেন, ‘তাদের সাথে অনেক কিছু শেয়ার করা, যাদের অভিজ্ঞতা আছে, তামিম ভাই সাকিব ভাই মুশফিক ভাই, রিয়াদ ভাইও ছিল। যারাই ছিল, আমাদের দেশে কতটুকু মূল্যায়ন করে জানি না। তবে ডিসকাশন করলে অভিজ্ঞ খেলোয়াড়ের কাছ থেকে অনেক কিছু নেওয়ার আছে। আমি ঐ জিনিসগুলো করার চেষ্টা করি আরকি। হয়ত আমি না নিতে পারলেও একজন জুনিয়রকে শেখাতে পারব। এজন্যও শিখে রাখাটা ভালো।’

সাকিবের কারণে অনেকটা আড়ালে থাকতেন তাইজুল। কখনো কখনো একাদশে জায়গাও হারাতে হতো তাকে। সাকিবের জন্য কি নিজেকে বঞ্চিত ভাবেন তাইজুল? তার অবসর কি তাইজুলের জন্য স্বস্তিদায়ক? এমন প্রশ্নে অস্বস্তিতে পড়া তাইজুল বলেন, ‘বঞ্চিত বলতে… আপনার প্রশ্নটা একটু কেমন যেন হয়ে গেল। বঞ্চিতর কিছু নেই। বিশ্বে অনেকে আছে, বড় খেলোয়াড় ছিল, তারা খেলার সময় অন্যরা সুযোগ কম পেত। মুরালিধরনের সময় হেরাথ খেলতে পারেনি। হেরাথ অনেক উইকেট পেয়েছে, দীর্ঘদিন খেলেছে। আমিও ইনশাআল্লাহ… সামনে দেখি ভালো কিছু হয় নাকি।’