ফ্যাসিবাদীরা ত্রিপুরায় বসে বাংলাদেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে : হাসানাত আব্দুল্লাহ
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, ‘আমরা আন্দোলনের মাধ্যমে ফ্যাসিবাদের রূপকার খুনি হাসিনাকে দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য করেছি। ফ্যাসিবাদীরা ভা্রতের ত্রিপুরাতে বসে বাংলাদেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে।’
শনিবার (১৯ অক্টোবর) রাতে মশাল মিছিল শেষে কুমিল্লা নগরীর টাউনহল ময়দানে আয়োজিত সমাবেশে এ কথা বলেন তিনি। বৈষম্যের বিরুদ্ধে ছাত্র আন্দোলন কুমিল্লার ব্যানারে সমাবেশ ও মিছিলটি আয়োজন করা হয়।হাসনাত আব্দুল্লাহ বলেন, ‘আমরা কুমিল্লা থেকে স্পষ্ট ভাষায় ঘোষণা দিতে চাই- বাংলাদেশের কোথাও ছাত্রলীগ, যুবলীগের পুনর্বাসনের অপচেষ্টাকে সফল হতে দেয়া হবে না। প্রয়োজনে কুমিল্লা থেকেই প্রতিরোধ গড়ে তোলা হবে।’
তিনি আরও বলেন, ‘আপনারা জানেন বিগত সময় কুমিল্লার মানুষ খুনি বাহারের ত্রাসের রাজত্বে ছিল। ব্যবসায়ী, হাসপাতাল ও রাস্তার ফুড কার্ড গুলোকে চাঁদা দিতে হয়েছে। বাহার গংরা কুমিল্লার মধ্যে ত্রাসের রাজত্ব কায়েম করেছে। আমরা কুমিল্লাবাসী বাহারসহ ফ্যাসিবাদ ব্যবস্থাকেই বিলুপ্ত করেছি।’
সমাবেশ ও মিছিলে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ক সাকিব হোসেনসহ আন্দোলনে অংশগ্রহণকারী বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও সাধারণ জনতা।