London ০৯:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫, ১০ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার পেলেন ১০ গুণীজন মেডিকেলে ভর্তির টাকা এখনো জোগাড় হয়নি ইমার যে কোনো ত্যাগ স্বীকারে প্রস্তুত থাকার আহ্বান সেনাপ্রধানের স্ত্রীকে হত্যার পর প্রেশার কুকারে রান্না করলেন সাবেক সৈনিক খোলাবাজার থেকে ১০ হাজার বিনামূল্যের পাঠ্যবই জব্দ, গ্রেপ্তার ২ শেরপুরে মাধ্যমিকের ৯ হাজার সরকারি বই জব্দ! আটক ১ মেডিকেলে চান্স পেয়েও অর্থের অভাবে ডাক্তারী লেখা পড়া নিয়ে দুশ্চিন্তা প্রান্তি ও পরিবার খাগড়াছড়িতে একক আধিপত্য কুজেন্দ্র লাল ত্রিপুরার, গড়েছেন হাজার কোটি টাকার সম্পদ নোয়াখালীতে শর্টসার্কিটের আগুনে পুড়ে ছাই ১১ দোকান আইনশৃঙ্খলা পরিস্থিতি দিন দিন উন্নত হচ্ছে : ইসি মাছউদ

ভারতের মহারাষ্ট্র ও ঝাড়খণ্ডে বিধানসভা নির্বাচনের তফসিল ঘোষণা

ভারতের মহারাষ্ট্র এবং ঝাড়খণ্ড রাজ্যে বিধানসভা নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। মঙ্গলবার বিকেলে দিল্লির বিজ্ঞান ভবনে সংবাদ সম্মেলন করে নির্বাচনের তফসিল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার রাজীব কুমার।

মহারাষ্ট্রে ২৮৮টি বিধানসভার আসনের জন্য ভোট নেওয়া হবে আগামী ২০ নভেম্বর। গণনা আগামী ২৩ নভেম্বর। এই রাজ্যটিতে মোট ভোটারের সংখ্যা ৯ কোটি ৬৩ লাখ। এর মধ্যে পুরুষ ভোটার ৪.৯৭ কোটি, নারী ভোটার ৪.৬৬ কোটি। ভোট প্রদানের জন্য ১ লাখ ১৮৬টি ভোটগ্রহণ কেন্দ্র খোলা হবে।অন্যদিকে, ঝাড়খণ্ডে ৮১টি বিধানসভা আসনের জন্য ভোট নেওয়া হবে দুটি দফায়। প্রথম দফায় ১৩ নভেম্বর এবং দ্বিতীয় দফায় ২০ নভেম্বর। গণনা আগামী ২৩ নভেম্বর। ঝাড়খণ্ডে মোট ভোটারের সংখ্যা ২ কোটি ৬০ লাখ। এর মধ্যে পুরুষ ভোটারের সংখ্যা ১ কোটি ৩১ লাখ এবং নারী ভোটার ১ কোটি ২৯ লাখ, প্রথম ভোটারের সংখ্যা ১১ লাখ ৮৪ হাজার।

২৮৮ সদস্য সংখ্যা বিশিষ্ট মহারাষ্ট্র বিধানসভার মেয়াদ শেষ হচ্ছে চলতি বছরের ২৬ নভেম্বর। বর্তমানে এ রাজ্যটিতে ক্ষমতায় রয়েছে একনাথ শিন্ডের নেতৃত্বাধীন মহাহুতি জোট সরকার। এই জোটের অন্য শরিক দলগুলো হলো বিজেপি এবং ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টি (এনসিপি, অজিত পাওয়ার গোষ্ঠী)।

অন্যদিকে ‘মহা বিকাশ আঘারী’ (এমভিএ) নামক বিরোধী দলের জোটে রয়েছে কংগ্রেস, শিবসেনা (উদ্ধব ঠাকরে গোষ্ঠী) এবং ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টি (এমসিপি, শারদ পাওয়ার গোষ্ঠী)। আসন্ন নির্বাচনে বিরোধী দলের জোটও ক্ষমতায় ফেরার প্রত্যাশায় রয়েছে।

গত ২০১৯ সালে জোট গঠন করে বিধানসভা নির্বাচনে লড়াই করেছিল বিজেপি এবং অবিভক্ত শিবসেনা। ওই নির্বাচনে ১০৫ আসনে জয় পেয়েছিল বিজেপি, ৫৬ আসনে জয় পেয়েছিল শিবসেনা, কংগ্রেস ৪৪ এবং ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টি (এনসিপি) ৫৬ আসনের জয় পেয়েছিল।

অন্যদিকে, ৮১ আসনের ঝাড়খণ্ড বিধানসভার মেয়াদ শেষ হচ্ছে আগামী বছরের ৫ জানুয়ারি। এই রাজ্যে ক্ষমতায় রয়েছে ‘ঝাড়খণ্ড মুক্তি মোর্চা’ (জেএমএম) নেতৃত্বাধীন জোট সরকার। এবারেও তারা দ্বিতীয়বারের জন্য ক্ষমতায় ফেরার লক্ষ্য নিয়ে নির্বাচনি ময়দানে নামবে।

সোমবারই রাজ্যটির মুখ্যমন্ত্রী এবং জেএমএম নেতা হেমন্ত সোরেন জানিয়েছেন, রাজ্যের ৮১টি আসনেই জোটের প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতা করবে। আসন্ন নির্বাচনে নিজের দলের প্রস্তুতি নিয়ে সন্তোষ প্রকাশ করার পাশাপাশি জোট দ্বিতীয়বারের জন্য রাজ্যটিতে ক্ষমতায় আসবে বলেও প্রত্যাশা ব্যক্ত করেছেন।

যদিও উপজাতি অধ্যুষিত এই রাজ্যটিতে ক্ষমতায় ফিরতে মরিয়া বিজেপি নেতৃত্বাধীন ‘জাতীয় গণতান্ত্রিক জোট’ (এনডিএ)। এনডিএ জোটের অন্য শরিক দলগুলো হলো জনতা দল ইউনাইটেড (জেডিইউ), অল ঝাড়খণ্ড স্টুডেন্টস ইউনিয়ন (এজেএসইউ)।

২০১৯ সালের বিধানসভা নির্বাচনে জেএমএম পেয়েছিল ৩০টি আসন, কংগ্রেস পেয়েছিল ১৬টি আসন, বিজেপি পেয়েছিল ২৫টি আসন এবং ১০ আসনে জয় পেয়েছিল অন্যরা। কংগ্রেসের সমর্থন নিয়ে মুখ্যমন্ত্রী পদে শপথ গ্রহণ করেছিলেন জেএমএম নেতা হেমন্ত সোরেন।

মহারাষ্ট্র ও ঝাড়খণ্ড রাজ্যে বিধানসভা নির্বাচনের পাশাপাশি দেশজুড়ে দুটি লোকসভা কেন্দ্র ও ৪৮টি বিধানসভা কেন্দ্রের উপ-নির্বাচনের তফসিল প্রকাশ করে কমিশন। যার মধ্যে অন্যতম কেরেলার ওয়ানাড লোকসভা কেন্দ্র। একটি লোকসভা এবং ৪৭টি বিধানসভা কেন্দ্রের উপ-নির্বাচন হবে ১৩ নভেম্বর। বাকি একটি লোকসভা এবং একটি বিধানসভা কেন্দ্রের উপ-নির্বাচন হবে ২০ নভেম্বর। ভোট গণনা ২৩ নভেম্বর।

Tag :

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information
আপডেট : ০৩:৫০:২০ পূর্বাহ্ন, বুধবার, ১৬ অক্টোবর ২০২৪
৩৩
Translate »

ভারতের মহারাষ্ট্র ও ঝাড়খণ্ডে বিধানসভা নির্বাচনের তফসিল ঘোষণা

আপডেট : ০৩:৫০:২০ পূর্বাহ্ন, বুধবার, ১৬ অক্টোবর ২০২৪

ভারতের মহারাষ্ট্র এবং ঝাড়খণ্ড রাজ্যে বিধানসভা নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। মঙ্গলবার বিকেলে দিল্লির বিজ্ঞান ভবনে সংবাদ সম্মেলন করে নির্বাচনের তফসিল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার রাজীব কুমার।

মহারাষ্ট্রে ২৮৮টি বিধানসভার আসনের জন্য ভোট নেওয়া হবে আগামী ২০ নভেম্বর। গণনা আগামী ২৩ নভেম্বর। এই রাজ্যটিতে মোট ভোটারের সংখ্যা ৯ কোটি ৬৩ লাখ। এর মধ্যে পুরুষ ভোটার ৪.৯৭ কোটি, নারী ভোটার ৪.৬৬ কোটি। ভোট প্রদানের জন্য ১ লাখ ১৮৬টি ভোটগ্রহণ কেন্দ্র খোলা হবে।অন্যদিকে, ঝাড়খণ্ডে ৮১টি বিধানসভা আসনের জন্য ভোট নেওয়া হবে দুটি দফায়। প্রথম দফায় ১৩ নভেম্বর এবং দ্বিতীয় দফায় ২০ নভেম্বর। গণনা আগামী ২৩ নভেম্বর। ঝাড়খণ্ডে মোট ভোটারের সংখ্যা ২ কোটি ৬০ লাখ। এর মধ্যে পুরুষ ভোটারের সংখ্যা ১ কোটি ৩১ লাখ এবং নারী ভোটার ১ কোটি ২৯ লাখ, প্রথম ভোটারের সংখ্যা ১১ লাখ ৮৪ হাজার।

২৮৮ সদস্য সংখ্যা বিশিষ্ট মহারাষ্ট্র বিধানসভার মেয়াদ শেষ হচ্ছে চলতি বছরের ২৬ নভেম্বর। বর্তমানে এ রাজ্যটিতে ক্ষমতায় রয়েছে একনাথ শিন্ডের নেতৃত্বাধীন মহাহুতি জোট সরকার। এই জোটের অন্য শরিক দলগুলো হলো বিজেপি এবং ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টি (এনসিপি, অজিত পাওয়ার গোষ্ঠী)।

অন্যদিকে ‘মহা বিকাশ আঘারী’ (এমভিএ) নামক বিরোধী দলের জোটে রয়েছে কংগ্রেস, শিবসেনা (উদ্ধব ঠাকরে গোষ্ঠী) এবং ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টি (এমসিপি, শারদ পাওয়ার গোষ্ঠী)। আসন্ন নির্বাচনে বিরোধী দলের জোটও ক্ষমতায় ফেরার প্রত্যাশায় রয়েছে।

গত ২০১৯ সালে জোট গঠন করে বিধানসভা নির্বাচনে লড়াই করেছিল বিজেপি এবং অবিভক্ত শিবসেনা। ওই নির্বাচনে ১০৫ আসনে জয় পেয়েছিল বিজেপি, ৫৬ আসনে জয় পেয়েছিল শিবসেনা, কংগ্রেস ৪৪ এবং ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টি (এনসিপি) ৫৬ আসনের জয় পেয়েছিল।

অন্যদিকে, ৮১ আসনের ঝাড়খণ্ড বিধানসভার মেয়াদ শেষ হচ্ছে আগামী বছরের ৫ জানুয়ারি। এই রাজ্যে ক্ষমতায় রয়েছে ‘ঝাড়খণ্ড মুক্তি মোর্চা’ (জেএমএম) নেতৃত্বাধীন জোট সরকার। এবারেও তারা দ্বিতীয়বারের জন্য ক্ষমতায় ফেরার লক্ষ্য নিয়ে নির্বাচনি ময়দানে নামবে।

সোমবারই রাজ্যটির মুখ্যমন্ত্রী এবং জেএমএম নেতা হেমন্ত সোরেন জানিয়েছেন, রাজ্যের ৮১টি আসনেই জোটের প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতা করবে। আসন্ন নির্বাচনে নিজের দলের প্রস্তুতি নিয়ে সন্তোষ প্রকাশ করার পাশাপাশি জোট দ্বিতীয়বারের জন্য রাজ্যটিতে ক্ষমতায় আসবে বলেও প্রত্যাশা ব্যক্ত করেছেন।

যদিও উপজাতি অধ্যুষিত এই রাজ্যটিতে ক্ষমতায় ফিরতে মরিয়া বিজেপি নেতৃত্বাধীন ‘জাতীয় গণতান্ত্রিক জোট’ (এনডিএ)। এনডিএ জোটের অন্য শরিক দলগুলো হলো জনতা দল ইউনাইটেড (জেডিইউ), অল ঝাড়খণ্ড স্টুডেন্টস ইউনিয়ন (এজেএসইউ)।

২০১৯ সালের বিধানসভা নির্বাচনে জেএমএম পেয়েছিল ৩০টি আসন, কংগ্রেস পেয়েছিল ১৬টি আসন, বিজেপি পেয়েছিল ২৫টি আসন এবং ১০ আসনে জয় পেয়েছিল অন্যরা। কংগ্রেসের সমর্থন নিয়ে মুখ্যমন্ত্রী পদে শপথ গ্রহণ করেছিলেন জেএমএম নেতা হেমন্ত সোরেন।

মহারাষ্ট্র ও ঝাড়খণ্ড রাজ্যে বিধানসভা নির্বাচনের পাশাপাশি দেশজুড়ে দুটি লোকসভা কেন্দ্র ও ৪৮টি বিধানসভা কেন্দ্রের উপ-নির্বাচনের তফসিল প্রকাশ করে কমিশন। যার মধ্যে অন্যতম কেরেলার ওয়ানাড লোকসভা কেন্দ্র। একটি লোকসভা এবং ৪৭টি বিধানসভা কেন্দ্রের উপ-নির্বাচন হবে ১৩ নভেম্বর। বাকি একটি লোকসভা এবং একটি বিধানসভা কেন্দ্রের উপ-নির্বাচন হবে ২০ নভেম্বর। ভোট গণনা ২৩ নভেম্বর।