সংবাদ শিরোনাম:
সাহিত্যে নোবেল পেলেন দক্ষিণ কোরিয়ার লেখক হান কাং
এ বছর সাহিত্যে নোবেল পুরস্কার পেয়েছেন দক্ষিণ কোরিয়ার লেখক হান কাং। বাংলাদেশ সময় বিকেল ৫টায় স্টকহোমে অবস্থিত সুইডিশ একাডেমি থেকে এ ঘোষণা দেওয়া হয়।
তবে পুরস্কার দেওয়া হবে ১০ ডিসেম্বর। নোবেলজয়ী হান কাং পাবেন ১ কোটি ১০ লাখ সুইডিশ ক্রোনা (১০ লাখ ডলার), যা বাংলাদেশি ১০ কোটি টাকা সমমানের।
হানের জন্ম ১৯৭০ সালের ২৭ নভেম্বর। তার বাবা ঔপনাসিক হান সিউংয় য়ুন। ‘হোয়াইট’ উপন্যাসের জন্য ২০১৬ সালে আন্তর্জাতিক বুকার পুরস্কার অর্জন করেন।
গত বছর সাহিত্যে নোবেল পুরস্কার পেয়েছিলেন নরওয়ের লেখক ও নাট্যকার ইয়োন ফসে।
Tag :
Please Share This Post in Your Social Media
Translate »