তাপবিদ্যুৎ কেন্দ্রে উৎপাদন শুরু, বড়পুকুরিয়ায়
তিন দিন বন্ধ থাকার পর দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লাভিত্তিক ৫২৫ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন তাপবিদ্যুৎ কেন্দ্রে উৎপাদন শুরু হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাত ৮টা ৩২ মিনিট থেকে ১ নম্বর ইউনিট থেকে বিদ্যুৎ উৎপাদন শুরু হয়েছে।
এই ইউনিটটি ১২৫ মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন হলেও এখান থেকে প্রতিদিন ৬০-৬৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হচ্ছে। বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রধান প্রকৌশলী মো. আবু বকর সিদ্দিক বিষয়টি নিশ্চিত করেছেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বড়কুপুরিয়া ৫২৫ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন তাপবিদ্যুৎ কেন্দ্রের তিনটি ইউনিট হলেও সব সময় দুটি ইউনিট থেকে বিদ্যুৎ উৎপাদিত হতো। বাকি একটি বন্ধ থাকে।
যান্ত্রিক ত্রুটির কারণে ১ নম্বর ইউনিটটি গত ৭ সেপ্টেম্বর বন্ধ হয়ে যায়। ৯ সেপ্টেম্বর ২৭৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন ক্ষমতাসম্পন্ন তৃতীয় ইউনিটিও বন্ধ হয়ে যায়।
এদিকে ওভার হোল্ডিং কাজের জন্য ২০২০ সালের নভেম্বর মাস থেকে এই কেন্দ্রের দ্বিতীয় ইউনিটটি বন্ধ রয়েছে। ফলে গত ৯ সেপ্টেম্বর তৃতীয় ইউনিটের বিদ্যুৎ উৎপাদন বন্ধ হয়ে যাওয়ায় বড়পুকুরিয়া কয়লাভিত্তিক তাপ বিদ্যুৎ কেন্দ্রের বিদ্যুৎ উৎপাদন পুরোপুরি বন্ধ হয়ে যায়। এতে রংপুর বিভাগে লোডশেডিংয়ের মাত্রা বেড়ে যায়।
বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রধান প্রকৌশলী মো. আবু বকর সিদ্দিক বলেন, ২০২০ সালের নভেম্বর থেকে ১২৫ মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন ২ নম্বর ইউনিট বন্ধ রয়েছে। ৯ সেপ্টেম্বর ইলেকট্রো হাইড্রোলিক ওয়েল পাম্প নষ্ট হওয়ায় ৩ নম্বর ইউনিটটি বন্ধ হয়ে যায়। ১ নম্বর ইউনিটটি বহুদিনের পুরনো। গত ৬ সেপ্টেম্বর রাতে সংস্কার কাজের জন্য সেটিও বন্ধ করা হয়েছিল। মেরামত শেষে বৃহস্পতিবার রাত ৮টা ৩২ মিনিট থেকে ১ নম্বর ইউনিটটি চালু করা হয়েছে।
এই কর্মকর্তা আরও বলেন, ঠিকাদারি প্রতিষ্ঠানকে জানানো হয়েছে। তারা ১৫ দিন সময় চেয়েছে। চীন থেকে মেশিন এলেই ৩ নম্বর ইউনিট চালু করা সম্ভব হবে।