৪ বছর পূর্তিতে প্যান্ডামার্ট
ফুডপ্যান্ডার গ্রোসারি ডেলিভারি সেবা প্যান্ডামার্ট চতুর্শ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনে বিশেষ ক্যাম্পেইন ঘোষণা করেছে। মাসজুড়ে ক্যাম্পেইনে গ্রাহকের জন্য থাকছে বিশেষ মূল্যছাড়, সারপ্রাইজ গিফট বক্স ও লিমিটেড এডিশন পাউ-পাউ প্লাশি জেতার সুযোগ।
অক্টোবরে প্যান্ডামার্ট গ্রাহকরা সেরা এফএমসিজি সব ব্র্যান্ডের পণ্যে বিশেষ ছাড় পাবেন। প্রতি মঙ্গলবারে ১ হাজার ১৯৯ টাকা বা তার বেশি মূল্যের অর্ডারে মিলবে সারপ্রাইজ গিফট বক্স। আবার ১ হাজার ৬৯৯ টাকা বা তার বেশি মূল্যের ১২টি অর্ডার করলে গ্রাহকরা প্যান্ডা রিওয়ার্ড ক্যাম্পেইনের অংশ হতে পারবেন। প্রথম ১০০ জন বিজয়ী পাবেন লিমিটেড এডিশন পাউ-পাউ প্লাশি।
ফুডপ্যান্ডার কিউ-কমার্স পরিচালক মো. তাবরেজ খান বলেন, ২০২০ সালের অক্টোবরে করোনা সময়ে প্যান্ডামার্ট চালুর মাধ্যমে ফুডপ্যান্ডা বাংলাদেশে কেনাকাটার অভিজ্ঞতাকে নতুন মাত্রা দিয়েছে। নিত্যপ্রয়োজনীয় সব পণ্য অর্ডার করার ঘণ্টার মধ্যে গ্রাহকদের দোরগোড়ায় পৌঁছে দেওয়া হয়। দৈনন্দিন জীবন সহজ করতে সবসময় উদ্ভাবনী সমাধান নিয়ে কাজ করছি। গ্রাহকদের নিরবচ্ছিন্ন সমর্থনের জন্য কৃতজ্ঞ। আর সেই কৃতজ্ঞতা প্রকাশের অংশ হিসেবে ক্যাম্পেইন চালু করেছি।
প্রাথমিকভাবে গ্রোসারি পণ্য দিয়ে যাত্রা করলেও প্যান্ডামার্ট এখন ব্যক্তিগত প্রসাধনীসহ লাইফস্টাইল পণ্য এমনকি কনসার্টের টিকিটও বিপণন করছে। সারাদেশের প্রধান শহরে ২৪ ঘণ্টা সেবা প্রদান করে প্যান্ডামার্ট। ফলে আগ্রহীরা যে কোনো সময় প্রয়োজনীয় পণ্য অর্ডার করতে পারেন।