সংবাদ শিরোনাম:
অসহায় শীতার্ত মানুষের পাশে দু:স্থ স্বাস্থ্য কেন্দ্র

শীতার্ত মানুষের পাশে দাঁড়ালো বেসরকারি উন্নয়ন সংস্থা দুঃস্থ স্বাস্থ্য কেন্দ্র (ডিএসকে)। প্রতিষ্ঠানটির নিজস্ব তহবিল থেকে শীতার্ত দুঃস্থ মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) নেত্রকোণা উত্তর জোন এর নেত্রকোণা ১ অঞ্চলের দুর্গাপুর উপজেলায় এবং নেত্রকোণা ২ অঞ্চলের কলমাকান্দা উপজেলায় শীতার্ত মানুষের মধ্যে এই কম্বল বিতরণ কার্যক্রম সম্পন্ন হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দুর্গাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আফরোজা আফসানা এবং কলমাকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদুর রহমান।
ডিএসকে জানায়, এই উদ্যোগের আওতায় মোট ২,০০০টি কম্বল বিতরণের পরিকল্পনা নেয়া হয়েছে। যার অংশ হিসেবে দুর্গাপুর ও কলমাকান্দা এলাকায় এই কার্যক্রম বাস্তবায়ন করা হয়। শীতের তীব্রতায় অসহায় মানুষের পাশে দাঁড়াতে ডিএসকের এই মানবিক উদ্যোগ অব্যাহত থাকবে।
Tag :
Please Share This Post in Your Social Media
Translate »


























