রাঙ্গামাটি দূর্গম পাহাড়ী অঞ্চলে সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশনের উদ্যোগে শীত উপহার বিতরণ অনুষ্ঠিত

প্রচণ্ড ঠাণ্ডা আবহাওয়ার কারণে একদিকে শীত বাড়ছে, অন্যদিকে শীতবস্ত্র না থাকায় দরিদ্র লোকদের কষ্ট হচ্ছে। কনকনে শীতে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যে “মানুষ মানুষের জন্য” শীতার্ত মানুষের দুর্ভোগ লাঘবে সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশনের উদ্যোগে সোমবার দুপুর ১২টায় চট্টগ্রাম বিভাগের পার্বত্য জেলা রাঙ্গামাটি দূর্গম পাহাড়ী এলাকা নানিয়ারচর সদর ইউনিয়নের কাউন্সিল পাড়ায় দুস্থ অসহায় ও শীতার্তদের মাঝে শীত উপহার সামগ্রী (কম্বল) বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
এতে সভাপত্বি করেন সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন রাঙামাটি জেলা’র যুগ্ম আহ্বায়ক রওশনআরা বেগম। পরিচালনা করেন নানিয়ারচর উপজেলা প্রেস ক্লাবের সভাপতি সাংবাদিক মেহেদী ইমাম।
সংগঠনটির প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ শহিদুল ইসলাম বলেন, সিলেট চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশনের উদ্যোগে সিলেট ও চট্টগ্রামের বিভিন্ন এলাকায় শীতার্তদের মাঝে কম্বল সহ শীতবস্ত্র বিতরণ কর্মসূচি চলমান রয়েছে। তারই ধারাবাহিকতায় নানিয়ারচরের অসহায়, দুস্থ ও শীতার্তদের মাঝে এই শীত উপহার বিতরণ করা হচ্ছে।
বিতরণকালে উপস্থিত ছিলেন নানিয়ারচর উপজেলা আনসার বাহিনীর সাবেক অধিনায়ক মোঃ আলী হোসেন পিসি, তাছমিয়া মুমু এশা, মাহিয়া সুলতানা শুভ আলো খীসা চাকমা সহ অত্র এলাকার গন্যমান্য মুরুব্বিগণ উপস্থিত ছিলেন।

























