অসহায় পরিবারের বসতঘর নির্মাণে ঢেউটিন বিতরণ করেছে নানিয়ারচর সেনা জোন

সম্প্রীতি ও উন্নয়ন প্রকল্প এর আওতায় নানিয়ারচর সেনা জোন (১৭ ই বেংগল) কর্তৃক বসতঘর আগুনে পুড়ে যাওয়া পরিবারের মাঝে ঢেউ টিন বিতরণ করা হয়।
নানিয়ারচর সেনা জোন (১৭ ই বেংগল) কর্তৃক ‘সম্প্রীতি ও উন্নয়ন প্রকল্প’ এর আওতায় জানুয়ারি ২০২৬ (রবিবার) নানিয়ারচর জোনের আওতাধীন বুড়িঘাট ইউনিয়নের ইসলামপুর এলাকার বাসিন্দা মোঃ মোজ্জাম্মেল হক এর বসতঘর গত ১৯ ডিসেম্বর ২০২৫ তারিখে আগুনে পুড়ে যায়।
অগ্নিকান্ডে তার বসতঘর সম্পূর্ণরূপে পুড়ে গেলে তাকে নতুন ঘর পূনঃনির্মাণের জন্য নানিয়ারচর সেনা জোনের, জোন কমান্ডার, বিএ-৭৯০০ লেঃ কর্নেল মোঃ মশিউর রহমান, পিএসসি কর্তৃক ৩ বান ঢেউ টিন প্রদান করা হয়।
এমন জনকল্যাণমূলক কার্যক্রমে স্থানীয় জনসাধারণ সেনাবাহিনীর এই উদ্যোগের প্রশংসা ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। উল্লেখ্য যে, অত্র এলাকার মানুষ বাংলাদেশ সেনাবাহিনীর এই নিঃস্বার্থ সহযোগীতায় অত্যন্ত আনন্দিত।
ভবিষ্যতেও বাংলাদেশ সেনাবাহিনী তথা নানিয়ারচর সেনা জোন কর্তৃক অত্র এলাকার জনসাধারণের কল্যাণে বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ড অব্যাহত থাকবে।























