৩৫তম প্রয়াণ দিবসে আজীবন সংগ্রামী কমরেড মণি সিংহকে স্মরণ, তার চেতনা বাস্তবায়নের আহ্বান

ব্রিটিশ বিরোধী সংগ্রামী, টংক আন্দোলনের মহানায়ক, মুক্তিযুদ্ধকালীন প্রবাসী সরকারের উপদেষ্টা এবং বাংলাদেশের কমিউনিস্ট পার্টির প্রতিষ্ঠাতা সভাপতি কমরেড মণি সিংহের ৩৫তম প্রয়াণ দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে।
এ উপলক্ষে বুধবার (৩১ ডিসেম্বর) দিনব্যাপী নানা অনুষ্ঠান আয়োজন করা হয়।
দিবসের শুরুতে টংক শহীদ স্মৃতিস্তম্ভ ও কমরেড মণি সিংহ স্মৃতি জাদুঘর প্রাঙ্গণে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। পরে কমরেড মণি সিংহের প্রতিকৃতিতে সর্বস্তরের মানুষ পুষ্পস্তবক অর্পণ করেন। এরপর শোভাযাত্রা অনুষ্ঠিত হয়।
কমরেড মণি সিংহের বর্ণাঢ্য সংগ্রামী জীবন ও কর্ম নিয়ে বিকেলে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন কমরেড মণি সিংহ মেলা উদযাপন কমিটির আহ্বায়ক ও মণি সিংহের সন্তান ডা. দিবালোক সিংহ।
এতে আলোচনা করেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক ড. তাইয়েবুল হাসান, বীর মুক্তিযোদ্ধা সোহরাব হোসেন তালুকদার, মেলা উদযাপন কমিটির যুগ্ন-আহবায়ক অজয় সাহা, উপজেলা বিএনপির সহ সভাপতি আব্দুল্লাহ আল-মামুন মুকুল, সিপিবি উপজেলা কমিটির সভাপতি আলকাছ উদ্দীন মীর, উদীচী উপজেলা সংসদের সভাপতি শামছুল আলম খান, কমরেড মণি সিংহ ট্রাষ্টি বোর্ডের সদস্য ডাঃ সাকি খন্দকার, মেলা উদযাপন কমিটির সদস্য শফিউল আলম স্বপন,কবি বিদ্যুৎ সরকার সহ অন্যান্য অতিথিবৃন্দ। সিপিবি উপজেলা কমিটির সাধারণ সম্পাদক মোরশেদ আলম অনুষ্ঠান সঞ্চালনা করেন।
আলোচনা সভায় বক্তারা কমরেড মণি সিংহের চেতনা বাস্তবায়নের কথা বলেন। এছাড়া নতুন প্রজন্মকে তার আদর্শ ধারণের আহ্বান জানান অতিথিরা।



















