সংবাদ শিরোনাম:
কালিয়াকৈর ট্রান্সফরমার চুরি করতে গিয়ে যুবকের মৃত্যু

গাজীপুরের কালিয়াকৈরে বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরি করার সময় অজ্ঞাত পরিচিত এক যুবকের বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে। বুধবার গভীর রাতে উপজেলার চন্দ্রা ত্রীমোড়ের পূর্বপাশে বৈদ্যুতিক খুঁটি থেকে ট্রান্সফরমার চুরি করার সময় এঘটনা ঘটে।
কালিয়াকৈর জোনাল অফিসের ডিজিএম জানান, বুধবার রাতের কোনো এক সময়ে চোরচক্র ট্রান্সফরমার চুরির উদ্দেশ্যে বৈদ্যুতিক লাইনে কাজ শুরু করে। এ সময় অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই এক যুবক মারা যায়। পরে স্থানীয়রা বিষয়টি পুলিশ ও বিদ্যুৎ বিভাগকে খবর দেয়। খবর পেয়ে কালিয়াকৈর থানা পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে। নিহত ব্যক্তির পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি। কালিয়াকৈর থানার ওসি খন্দকার নাসির উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।
Tag :
Please Share This Post in Your Social Media
Translate »























