সংবাদ শিরোনাম:
রাজশাহীতে চলছে ট্রাফিক সপ্তাহ ২০২৫

রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (RMP) সম্প্রতি ‘ট্রাফিক সপ্তাহ-২০২৫’-এর উদ্বোধন করেছে, যার মূল লক্ষ্য হলো মহানগরীতে সড়ক শৃঙ্খলা বৃদ্ধি, দুর্ঘটনা হ্রাস এবং জনসচেতনতা তৈরি করা; এই সপ্তাহের প্রতিপাদ্য হলো “সড়কে শৃঙ্খলা মানুন, নিরাপদ রাজশাহী গড়ুন”, যার আওতায় ট্রাফিক আইন মেনে চলতে উৎসাহিত করা হচ্ছে ,এর মূল বিষয় ।
এর উদ্দেশ্য: মহানগরীর রাস্তাঘাট আরও নিরাপদ ও শৃঙ্খল রাখা, নাগরিকদের মধ্যে সচেতনতা বাড়ানো.
প্রতিপাদ্য: “সড়কে শৃঙ্খলা মানুন, নিরাপদ রাজশাহী গড়ুন”.
কার্যক্রম: ফেস্টুন ও বেলুন উড়িয়ে উদ্বোধন করা হয়েছে, যেখানে RMP-এর উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন.
এই উদ্যোগের মাধ্যমে, RMP চায় যে রাজশাহীর সকল নাগরিক ট্রাফিক আইন মেনে চলুক এবং নিরাপদ সড়ক ব্যবস্থা গড়ে তুলতে সহযোগিতা করুক.
Tag :
Please Share This Post in Your Social Media
Translate »






















