তাড়াশে সরকারি চালের অনিয়ম চিত্র ধারণে সাংবাদিক লাঞ্ছিত

সিরাজগঞ্জের তাড়াশে ভিডব্লিউবি (ভিজিডি) বরাদ্দকৃত সরকারি চাল কেনাবেচার অনিয়ম ভিডিওতে ধারণ করায় দীপ্ত টেলিভিশন ও খবরের কাগজ এর জেলা প্রতিনিধি সিরাজুল ইসলাম শিশিরকে প্রকাশ্যে লাঞ্ছিত করেছে চাল সিন্ডিকেটের সদস্য সাহেদ, তার ছেলে আরিফ ও আশিক।
বৃহস্পতিবার (২৭ নভেম্বর) দুপুরে মাগুরা বিনোদ ইউনিয়ন পরিষদে এই ন্যাক্কারজনক ঘটনাটি ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, হতদরিদ্রদের ৩০ কেজি ভিজিডি চাল কমদামে কিনে নেওয়ার সময় সাংবাদিক ভিডিও ধারন করলে সাহেদ ক্ষিপ্ত হয়ে দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়। তার দুই ছেলে ও সহযোগীরা সাংবাদিককে ইউনিয়ন পরিষদের বারান্দা থেকে ধাক্কা মেরে ফেলে লাঞ্ছিত করে। তাদের হাতে অস্ত্রও দেখা যায়। পরে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে চিকিৎসা দেন।
এসময় সাংবাদিকের কাছ থেকে একটি ক্যামেরা ও নগদ টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগও করেছেন ভুক্তভোগী সাংবাদিক শিশির। তিনি তাড়াশ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। ঘটনাটির ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হলে বিভিন্ন সাংবাদিক সংগঠন তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায়।
ভুক্তভোগী সাংবাদিক বলেন, একজন সাংবাদিক যদি সরকারি চালের অনিয়ম ধরতে গিয়ে হামলার শিকার হন, তাহলে সাধারণ মানুষের নিরাপত্তা কোথায়? এ চাল সিন্ডিকেটের বিরুদ্ধে দ্রুত ও দৃষ্টান্তমূলক ব্যবস্থা নিতে হবে।
এ বিষয়ে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মেহেদী হাসান ম্যাগনেট ঘটনাকে অত্যন্ত লজ্জাজনক ও নিন্দনীয় বলে উল্লেখ করেছেন। তাড়াশ থানার ওসি জিয়াউর রহমান জানান, অভিযোগ পেয়েছেন এবং দ্রুত দুষ্কৃতকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

























