দুর্গাপুর সাংবাদিক সমিতির আহ্বায়ক কমিটি গঠিত

নেত্রকোণার দুর্গাপুর সাংবাদিক সমিতির আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। নির্বাচিত কমিটির মেয়াদ শেষ হয়ে যাওয়ায় আসন্ন নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে এ কমিটি গঠন করা হয়।
শুক্রবার সন্ধ্যায় কার্যনির্বাহী কমিটির বৈঠকে সদস্যদের কণ্ঠভোটে নির্বাচিত হয়েছে এ কমিটি। কমিটিতে প্রতিষ্ঠাতা সভাপতি কবি সজীম শাইনকে আহ্বায়ক,সদ্য বিদায়ী সহ সভাপতি মামুন রণবীরকে সদস্য সচিব ও যুগ্ম সাধারণ সম্পাদক ইয়াসিন মিয়াকে সদস্য মনোনীত করা হয়।
সভায় সভাপতিত্ব করেন দুর্গাপুর সাংবাদিক সমিতির সদ্য বিদায়ী সভাপতি দিলোয়ার হোসেন তালুকদার ও সঞ্চালনা করেন সদ্য বিদায়ী সাধারণ সম্পাদক রাজেশ গৌড়। এসময় উপস্থিত ছিলেন সদ্য বিদায়ী সহ সভাপতি মোরশেদ আলম, সাংগঠনিক সম্পাদক পলাশ সাহা, কোষাধ্যক্ষ শফিকুল আলম সজীব, দপ্তর সম্পাদক নূর আলম,তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আদনানুর রহমান, সদস্য কলি হাসান তালুকদার এবং সৈকত সরকার।
নবগঠিত আহ্বায়ক কমিটি নির্বাচন কমিশন গঠন করে আগামী ৯০ দিনের মধ্যে দুর্গাপুর সাংবাদিক সমিতির নির্বাচনের ব্যবস্থা করবে।

























