টাওয়ার হ্যামলেটসে ইউকিপ এর বিক্ষোভ নিষিদ্ধ: শনিবার হবে শান্তি মিছিল শান্তি সমাবেশে অংশ নিতে মেয়র লুৎফর রহমান ও ড. গ্লিন রবিনসের আহবান

বিভিন্ন ধর্ম ও বিশ্বাসের নেতৃবৃন্দ সহ বিভিন্ন সংগঠনের প্রতিনিধিদের নিয়ে মেয়র অফিস ও ইউনাইটেড ইস্ট এন্ড-এর মিডিয়া ব্রিফিং
ইউকিপের মিছিলে অংশ নিয়ে টাওয়ার হ্যামলেটসে প্রবেশ করলে গ্রেফতার করতে পারে পুলিশ
টাওয়ার হ্যামলেটসে ইউকিপ-এর বিক্ষোভ কর্মসূচি নিষিদ্ধ করেছে মেট্রোপলিটান পুলিশ। ‘গুরুতর অস্থিরতার আশঙ্কা’-র যথেষ্ট কারন থাকায় মেট পুলিশ এই সিদ্ধান্ত নিয়েছে। মঙ্গলবার টাউন হলে আয়োজিত এক জরুরি মিডিয়া ব্রিফিংয়ে নির্বাহী মেয়র লুৎফর রহমান এ তথ্য নিশ্চিত করেন। এসময় তার সঙ্গে উপস্থিত ছিলেন বিভিন্ন ধর্ম ও বিশ্বাসের নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ সহ বিভিন্ন সংগঠনের প্রতিনিধিবৃন্দ।
মেট্রোপলিটন পুলিশ কর্তৃক ইউকিপ-এর রেলি নিষিদ্ধের সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে নির্বাহী মেয়র লুৎফর রহমান এবং ইউনাইটেড ইস্ট এন্ড-এর চেয়ার ড. গ্লিন রবিনস বলেন, “তারপরও আমরা এক কমিউনিটি হিসাবে আমাদের ঐক্য, সম্প্রীতি ও বৈচিত্র্যের প্রতীক হিসেবে শনিবার হোয়াইটচ্যাপেলে একটি শান্তি সমাবেশের আয়োজন করব।”
উল্লেখ্য, পাবলিক অর্ডার অ্যাক্টের শর্ত অনুযায়ী ইউকিপ (UKIP) হোয়াইটচ্যাপেল বা টাওয়ার হ্যামলেটস বরো’র অন্য কোথাও তাদের প্রতিবাদ সমাবেশ করতে পারবে না।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, ইউকিপ তাদের প্রতিবাদ অন্য কোথাও আয়োজন করতে কোন বাধা নাই, এবং যারা টাওয়ার হ্যামলেটসে জড়ো হওয়ার চেষ্টা করবে, তারা গ্রেপ্তারের মুখোমুখি হতে পারে। দলটি জানিয়েছে, তারা লন্ডনের অন্য স্থানে মিছিলটি পুনর্গঠনের প্রক্রিয়ায় রয়েছে।
নির্বাহী মেয়র লুৎফর রহমান বলেন, “এই ফার-রাইট কর্মসূচি আমাদের স্থানীয় কমিউনিটিতে বিশৃঙ্খলা, আতঙ্ক ও বিভাজনের পরিবেশ