নওগাঁর রাণীনগরে সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত

নওগাঁর রাণীনগরে সংঘাত নয়, শান্তি ও সম্প্রীতির বাংলাদেশ গড়ি প্রতিপাদ্যকে সামনে রেখে অনুষ্ঠিত হলো সম্প্রীতি সমাবেশ। মঙ্গলবার সকালে উপজেলার গোনা ইউনিয়ন পরিষদে এ আয়োজন করে পিস ফ্যাসিলিটেটর গ্রুপ পিএফজি।
পিএফজির আয়োজিত এ সম্প্রীতি সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আব্দুল খালেক।
অনুষ্ঠানে অংশ নেয় গোনা ইউনিয়নের শিক্ষক প্রতিনিধি,ছাত্র প্রতিনিধি, সনাতন ও মুসলিম ধর্মের প্রতিনিধিসহ বিভিন্ন রাজনৈতিক দলের অর্ধশত প্রতিনিধিরা। এ সময় উপস্থিত ছিলেন ফ্যাসিলিটেটর গ্রুপ পিএফজির নওগাঁ জেলা সমন্বয়কারী ও ফিল্ড কো অর্ডিনেটর মোঃ হেলাল উদ্দিন ও উপজেলা সমন্বয়কারী পাভেল রহমান।সমাবেশে ধর্মীয় ও রাজনৈতিক শৃঙ্খলার উপর জোর দিয়ে বক্তারা বলেন,
বাংলাদেশে ধর্মীয় শৃঙ্খলা বজায় রয়েছে। তবে কিছু সময় বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি করার চেষ্টা করে ধর্মীয় দাঙ্গা ছড়ানোর চেষ্টা করে কিছু চক্র তাদের বিরুদ্ধে সম্মিলিত প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান বক্তারা। এ সময় সমাজে রাজনৈতিক দলগুলোকে সংঘাত পরিহার করে সুষ্ঠু ধারার রাজনীতি করার কথা বলেন বক্তারা।
অনুষ্ঠানে বক্তারা আরো বলেন,বস্তনিষ্ঠ সংবাদ প্রকাশে সংবাদ মাধ্যমগুলোকে এগিয়ে আসতে হবে। সমাবেশে রাজনৈতিক, ধর্মীয়,ছাত্র প্রতিনিধি সকলের মতামতকে গুরুত্ব দিয়ে সুষ্ঠুভাবে মতবাদ ব্যক্ত করেন বক্তারা।
আয়োজকরা জানান, সমাজে শান্তি শৃঙ্খলা বজায় রাখতে এগিয়ে যাবে পিএফজি। এ সময় দূর্নীতিমুক্ত দেশ গড়তে তথ্য অধিকার আইন সম্পর্কেও প্রথামিক ধারণাও দেয়া হয়। এর আগে বাংলাদেশের জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দের নিয়ে এ আয়োজন করে আসছিলো আন্তর্জাতিক এ সংস্থা।