নওগাঁর রাণীনগরে আন্তর্জাতিক প্রবীণ দিবস উদযাপন

“একদিন তুমি পৃথিবী গড়েছো, আজ আমি স্বপ্ন গড়বো, সযত্নে তোমায় রাখবো আগলে”—এ প্রতিপাদ্যকে সামনে রেখে নওগাঁর রাণীনগরে উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে উদযাপিত হয়েছে আন্তর্জাতিক প্রবীণ দিবস ২০২৫।
মঙ্গলবার (৭ অক্টোবর) সকালে পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)-এর সহযোগিতায় মৌসুমী সমৃদ্ধি কর্মসূচির উদ্যোগে রাণীনগর উপজেলার রেলগেট এলাকায় আলোচনা সভা ও বর্ণাঢ্য র্যালির আয়োজন করা হয়।
সকাল ১০টা ৩০ মিনিটে মৌসুমী সমৃদ্ধির ব্যানারে অনুষ্ঠিত র্যালিতে অংশ নেন উপজেলার বিভিন্ন এলাকার শতাধিক প্রবীণ নারী-পুরুষ। স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা। র্যালিটি প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে মৌসুমীর উপজেলা কার্যালয়ে এসে শেষ হয়। পরে সেখানে শুরু হয় আলোচনা সভা।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১নং খট্টেশ্বর রাণীনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোছাঃ চন্দনা শারমীন রুমকী। বিশেষ অতিথি ছিলেন মৌসুমী সমৃদ্ধির উপজেলা সমন্বয়কারী শাহীন আহমেদ।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা প্রবীণ কমিটির সভাপতি ও অবসরপ্রাপ্ত শিক্ষক আখতারুজ্জামান (মুকুল), সঞ্চালনা করেন মৌসুমীর স্বাস্থ্য কর্মকর্তা গোলাম মোস্তফা।
প্রধান অতিথি চন্দনা শারমীন রুমকী বলেন, “প্রবীণরা আমাদের সমাজের অভিজ্ঞতা ও প্রজ্ঞার প্রতীক। তাঁদের পাশে থাকা আমাদের নৈতিক দায়িত্ব।”
বিশেষ অতিথি শাহীন আহমেদ বলেন, “সেবাই মানুষের ধর্ম। প্রবীণদের সেবায় সমাজের সবাইকে একসাথে এগিয়ে আসতে হবে।”
সমাপনী বক্তব্যে আখতারুজ্জামান মুকুল বলেন, “মৌসুমীর এই আয়োজন আমাদের প্রবীণদের একত্র করেছে। আমরা চাই, এমন উদ্যোগ আরও বাড়ুক।”
মৌসুমী সমৃদ্ধির পক্ষ থেকে জানানো হয়, রাণীনগরে প্রবীণদের জন্য ইতোমধ্যে অবসর বিনোদনের উপকরণ, চক্ষু চিকিৎসা ও বিনামূল্যে ছানি অপারেশনের ব্যবস্থা করা হয়েছে। এখন পর্যন্ত ২৩ জন প্রবীণকে বিনামূল্যে চোখের ছানি অপারেশন করানো হয়েছে।
আলোচনা সভায় উপস্থিত প্রবীণরা জানান, এমন আয়োজনে একত্র হতে পেরে তারা আনন্দিত। একই সঙ্গে প্রবীণদের বিভিন্ন সমস্যা ও প্রয়োজনীয় সহযোগিতা নিয়ে তারা মতামত প্রকাশ করেন। অনুষ্ঠানের মাধ্যমে প্রবীণদের প্রতি ভালোবাসা, শ্রদ্ধা ও যত্নের আহ্বান জানানো হয়।