তারেক রহমান দলের চেয়ে দেশের কথা বেশি ভাবেন : ব্যারিস্টার কায়সার কামাল

বিএনপির কেন্দ্রীয় কমিটির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল বলেছেন, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দলের চেয়ে দেশের কথা বেশি ভাবেন।
তিনি বলেন, তারেক রহমান চান আজকের যে তরুণ আছে তিনিও একদিন দেশের প্রধানমন্ত্রী হবেন। প্রত্যেকেই নিজ যোগ্যতায় চেয়ারে বসবেন। তিনি চান যার মেধা, যোগ্যতা,সততা আছে, যিনি দেশের জন্য কাজ করতে পারবেন তাদের স্ব স্ব স্থানে আসীন করা।
বৃহস্পতিবার (২ অক্টোবর) রাতে বেসরকারি স্যাটেলাইট চ্যানেল দীপ্ত টিভির দ্যা হট সিট অনুষ্ঠানে অতিথি হয়ে তিনি এসব কথা বলেন।
এসময় তিনি তারেক রহমান ঘোষিত ৩১ দফার কথা উল্লেখ করেন। তিনি বলেন, বিএনপি তার নীতি,আদর্শ এবং রাজনৈতিক অঙ্গীকার নিয়ে কাজ করছে। তারেক রহমানের চিন্তা চেতনা অনেক বৃহৎ। তিনি বলেছিলেন, স্বৈরাচার বিদায় হবার পর স্বৈরাচার হাসিনা বিরোধী সমস্ত ক্রিয়াশীল রাজনৈতিক দলের নেতৃত্বে বাংলাদেশ পরিচালিত হবে। তিনি তার সেই কথায় এখনো বিদ্যমান রয়েছেন। সবাইকে নিয়ে তিনি কাজ করতে চান। তারেক রহমান দৃঢ়ভাবে বিশ্বাস করেন জনগণ সকল ক্ষমতার উৎস। জনগণ দ্বারা নির্বাচিত যে সরকার আসবে, সেই সরকার সকলের অংশগ্রহণের মাধ্যমে সম্মিলিত সিদ্ধান্ত ও দায়িত্বের মাধ্যমে আগামীর রাষ্ট্র পরিচালনা করবে।
এসময় তিনি বলেন, বাংলাদেশের মানুষ মুখিয়ে আছে গণতন্ত্র পুন:প্রতিষ্ঠার জন্য। গণতন্ত্র পুন:প্রতিষ্ঠার প্রধান মাধ্যম হচ্ছে ভোটের মাধ্যমে মতের প্রতিফলন ঘটানো। সেই মতের প্রতিফলন ঘটানোর জন্য যে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করা হয়েছে, এই নির্বাচনকে বাধাগ্রস্ত করার জন্য কেউ যদি ইনিয়ে বিনিয়ে এমন কোন দাবি তুলে যা আইনসিদ্ধ নয় এবং দেশের মানুষ চেনে না তাহলে মনে হবে তারা হয়তো কোনভাবে পতিত শেখ হাসিনার উত্তরাধিকারী। তারা দেশের মানুষের কথা ভাবছেন না, গণতন্ত্রের কথা ভাবছেন না। তারা তাদের এজেন্ডা বাস্তবায়নের জন্য নির্বাচনে বাধা হয়ে দাঁড়াবে।
বিএনপির নির্বাচনী প্রস্তুতি নিয়ে কায়সার কামাল বলেন, বিএনপি একটি গণমুখী রাজনৈতিক দল। এদেশের মা,মাটি,মানুষের দল। সেই দলের নির্বাচনী প্রস্তুতি প্রতিদিন,প্রতিমুহূর্তে থাকে। আমরা এই নির্বাচনের জন্যই কাজ করে আসছি। বিএনপির পূর্ণ নির্বাচনী প্রস্তুতি রয়েছে।
অনুষ্ঠানে সঞ্চালকের প্রশ্নের উত্তরে নিজ নির্বাচনী আসন (নেত্রকোণা ১) নিয়ে তিনি বলেন, আমি বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় কাজ করে যাচ্ছি। এর মধ্যে দলের পক্ষ থেকে জনকল্যাণমূলক অনেক কাজ করেছি। দলের পার্লামেন্টারি বোর্ড মনোনয়ন দিলে আমি প্রস্তুত আছি। আমাদের নেতাকর্মীরা বিরামহীনভাবে কাজ করে যাচ্ছেন,ধানের শীষ প্রতীকের জন্য।