বসনিয়ায় অনুষ্ঠিত ইউরো বালকান বিজনেস আইকন অ্যাওয়ার্ডস ২০২৫

২ সেপ্টেম্বর বসনিয়া অ্যান্ড হার্জেগোভিনার হোটেল হলিউউডে অনুষ্ঠিত হলো ইউরো বালকান বিজনেস আইকন অ্যাওয়ার্ডস ২০২৫। অনুষ্ঠানে যুক্তরাজ্য, ইন্দোনেশিয়া, পোল্যান্ড, বাংলাদেশ, ভারত, পাকিস্তান, বসনিয়া, সার্বিয়া ও বুলগেরিয়া থেকে আগত ৩০ জন উদ্যোক্তা ও পেশাজীবীকে সম্মাননা ক্রেস্ট ও সার্টিফিকেট প্রদান করা হয়।
অনুষ্ঠানটি আয়োজন করে যুক্তরাজ্যভিত্তিক শীর্ষ ব্যবসায়িক সংগঠন বালকান BCCI। সংগঠনের প্রেসিডেন্ট এমডি খোদা (প্রিন্স), সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মিসেস হুসনারা বেগম এবং বসনিয়া চ্যাপ্টার প্রেসিডেন্ট মিসেস আইদা অনুষ্ঠানে নেতৃত্ব দেন।
বিশেষ অতিথি ছিলেন বসনিয়ার সংসদ সদস্য মি. শেমসুদিন, সাবেক সংসদ সদস্য মি. সেনাদ, ইন্দোনেশিয়ান দূতাবাসের কূটনীতিক মি. ইরাওয়ান এবং বাংলাদেশর অনারারি কনসাল (বুলগেরিয়া) মি. জর্জি ইভানোভ।
অনুষ্ঠানে আরও অংশ নেন ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম কোম্পানির প্রতিনিধি, কনস্ট্রাকশন কোম্পানি মালিক, বসনিয়া টেলিকম কোম্পানি, চলচ্চিত্র নির্মাতা ও আমদানিকারক ব্যবসায়ীরা।
বালকান BCCI উপদেষ্টা মনসুর মাহবুবও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
আসন্ন আয়োজন
• ২৫ অক্টোবর : ইথিওপিয়া
• ২২ নভেম্বর : থাইল্যান্ড