London ১১:৪৬ অপরাহ্ন, রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫, ৩০ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
পটুয়াখালীতে নিরাপত্তা জোরদারে ডিআইজি’র আকস্মিক থানা পরিদর্শন রাজশাহীতে পুরোহিতকে মারধর মেডিকেল ক্যাম্প–রক্তদানে ব্যতিক্রমী আয়োজন, পালিত হলো প্রেসক্লাব আলফাডাঙ্গার ২য় প্রতিষ্ঠাবার্ষিকী দিনব্যাপী সেবামূলক কার্যক্রমে মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ পটুয়াখালী পৌরসভার সাবেক মেয়র মহিউদ্দিন ভাই আজাদসহ দুই স্ত্রীর বিরুদ্ধে মামলা কালিয়াকৈরে সড়ক দুর্ঘটনায় ট্রাকচালক নিহত রাজশাহীতে চলছে ট্রাফিক সপ্তাহ ২০২৫ কালিয়াকৈর ৫ নং ওয়ার্ড পৌর বি এন পির নির্বাচনী প্রস্তুতি সভা ও মতবিনিময় বিক্ষোভ সমাবেশে ক্ষোভের বিস্ফোরণ: শেখ হাসিনার বিরুদ্ধে প্রহসনমূলক রায়ের প্রতিবাদে লন্ডনে প্রবাসীদের গণজমায়েত রাজশাহীতে চলছে উদ্যোক্তা মেলা গাজীপুর-১ আসন কালিয়াকৈরে নির্বাচনী প্রচারণা শুরু বিএনপি মনোনীত প্রার্থীর

রাণীনগরে ঐতিহ্যবাহী পদ্মা পূজা ও পদ্মা মেলায় মানুষের ঢল

আবু সাইদ, নওগাঁ

নওগাঁ জেলার রাণীনগর উপজেলার মিরাট ইউনিয়নে অনুষ্ঠিত হয়েছে দীর্ঘদিনের ঐতিহ্য বহনকারী পদ্মা পূজা এবং সেই উপলক্ষে আয়োজিত জমকালো পদ্মা মেলা। মঙ্গলবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চলে এই উৎসব, যা যেন পুরো মিরাটকে একদিনের জন্য পরিণত করে আনন্দঘন মিলনমেলায়।

সকালে পূজার আনুষ্ঠানিকতা শুরুর পরপরই মেলা প্রাঙ্গণে মানুষের ভিড় বাড়তে থাকে। স্থানীয় মিরাট ইউনিয়ন পরিষদ চত্বরজুড়ে বসে উপজেলার সবচেয়ে বড় পদ্মা পূজার মেলা। পূজার ধর্মীয় আনুষ্ঠানিকতার বাইরে এই মেলাকে ঘিরেই যেন তৈরি হয় এক সম্প্রীতির আবহ।

স্থানীয় যুবকদের অংশগ্রহণে আয়োজিত নৌকাবাইচ ছিল মেলার অন্যতম আকর্ষণ। নদীতে বর্ণিল নৌকাগুলোর ছুটে চলার দৃশ্য দেখে মুগ্ধ হন দর্শনার্থীরা। শিশুদের জন্য ছিল দোলনা, নাগরদোলা ও নানা রকম খেলনার দোকান। খাবারের স্টলগুলোতেও ছিল উপচে পড়া ভিড়। মেলায় অংশ নেওয়া মানুষদের চোখেমুখে ছিল উৎসবের উচ্ছ্বাস।

মেলার বিশেষত্ব ছিল এখানে ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল শ্রেণিপেশার মানুষের অংশগ্রহণ। নারী-পুরুষ, বৃদ্ধ-শিশু সকলের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। অনেকে পরিবার নিয়ে এসেছিলেন, কেউবা বন্ধুদের সঙ্গে। নানা বয়সী মানুষজন যেন ফিরে গিয়েছিলেন শেকড়ের কাছে, পুরনো দিনের গ্রামীণ সংস্কৃতির ছোঁয়া পেয়ে।

নিরাপত্তা ব্যবস্থা ছিল নজরকাড়া। রাণীনগর থানার পুলিশ সার্বক্ষণিক টহলের মাধ্যমে পুরো মেলাকে নিরাপদ রাখেন। কোথাও কোনো বিশৃঙ্খলা ছাড়াই শান্তিপূর্ণভাবে অনুষ্ঠান সম্পন্ন হয়। মেলায় নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণে উপস্থিত ছিলেন রাণীনগর থানার অফিসার ইনচার্জ আব্দুল হাফিজ মোঃ রায়হান। সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন,
“মিরাট ইউনিয়নের এমন উদ্যোগ সত্যিই প্রশংসার দাবি রাখে। স্থানীয় প্রশাসন ও জনগণের সম্মিলিত প্রচেষ্টায় একটি অপ্রীতিকর ঘটনাও ঘটেনি।”

এক দর্শনার্থী অ্যাডভোকেট আলামিন বলেন,
“এই মেলাটি শুধুই আনন্দের উপলক্ষ নয়, এটি আমাদের ঐতিহ্য বহন করে। এই দিনটি আমাদের পরিবারে আলাদা গুরুত্ব পায়, যেন এক উৎসবের আমেজ ছড়িয়ে পড়ে।”

মিরাটের স্থানীয়রা মনে করেন, এই মেলার মাধ্যমে শুধু সাংস্কৃতিক ঐতিহ্যই নয়, বরং পারস্পরিক সহাবস্থানের বন্ধনও আরও দৃঢ় হয়। ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই একত্রিত হয়ে মিলেমিশে অংশ নেন বলে এই আয়োজন প্রতিবছরই অপেক্ষার বিষয় হয়ে দাঁড়ায়।

Tag :

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information
আপডেট : ০৪:৩২:২২ অপরাহ্ন, বুধবার, ২০ অগাস্ট ২০২৫
১১৬
Translate »

রাণীনগরে ঐতিহ্যবাহী পদ্মা পূজা ও পদ্মা মেলায় মানুষের ঢল

আপডেট : ০৪:৩২:২২ অপরাহ্ন, বুধবার, ২০ অগাস্ট ২০২৫

নওগাঁ জেলার রাণীনগর উপজেলার মিরাট ইউনিয়নে অনুষ্ঠিত হয়েছে দীর্ঘদিনের ঐতিহ্য বহনকারী পদ্মা পূজা এবং সেই উপলক্ষে আয়োজিত জমকালো পদ্মা মেলা। মঙ্গলবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চলে এই উৎসব, যা যেন পুরো মিরাটকে একদিনের জন্য পরিণত করে আনন্দঘন মিলনমেলায়।

সকালে পূজার আনুষ্ঠানিকতা শুরুর পরপরই মেলা প্রাঙ্গণে মানুষের ভিড় বাড়তে থাকে। স্থানীয় মিরাট ইউনিয়ন পরিষদ চত্বরজুড়ে বসে উপজেলার সবচেয়ে বড় পদ্মা পূজার মেলা। পূজার ধর্মীয় আনুষ্ঠানিকতার বাইরে এই মেলাকে ঘিরেই যেন তৈরি হয় এক সম্প্রীতির আবহ।

স্থানীয় যুবকদের অংশগ্রহণে আয়োজিত নৌকাবাইচ ছিল মেলার অন্যতম আকর্ষণ। নদীতে বর্ণিল নৌকাগুলোর ছুটে চলার দৃশ্য দেখে মুগ্ধ হন দর্শনার্থীরা। শিশুদের জন্য ছিল দোলনা, নাগরদোলা ও নানা রকম খেলনার দোকান। খাবারের স্টলগুলোতেও ছিল উপচে পড়া ভিড়। মেলায় অংশ নেওয়া মানুষদের চোখেমুখে ছিল উৎসবের উচ্ছ্বাস।

মেলার বিশেষত্ব ছিল এখানে ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল শ্রেণিপেশার মানুষের অংশগ্রহণ। নারী-পুরুষ, বৃদ্ধ-শিশু সকলের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। অনেকে পরিবার নিয়ে এসেছিলেন, কেউবা বন্ধুদের সঙ্গে। নানা বয়সী মানুষজন যেন ফিরে গিয়েছিলেন শেকড়ের কাছে, পুরনো দিনের গ্রামীণ সংস্কৃতির ছোঁয়া পেয়ে।

নিরাপত্তা ব্যবস্থা ছিল নজরকাড়া। রাণীনগর থানার পুলিশ সার্বক্ষণিক টহলের মাধ্যমে পুরো মেলাকে নিরাপদ রাখেন। কোথাও কোনো বিশৃঙ্খলা ছাড়াই শান্তিপূর্ণভাবে অনুষ্ঠান সম্পন্ন হয়। মেলায় নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণে উপস্থিত ছিলেন রাণীনগর থানার অফিসার ইনচার্জ আব্দুল হাফিজ মোঃ রায়হান। সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন,
“মিরাট ইউনিয়নের এমন উদ্যোগ সত্যিই প্রশংসার দাবি রাখে। স্থানীয় প্রশাসন ও জনগণের সম্মিলিত প্রচেষ্টায় একটি অপ্রীতিকর ঘটনাও ঘটেনি।”

এক দর্শনার্থী অ্যাডভোকেট আলামিন বলেন,
“এই মেলাটি শুধুই আনন্দের উপলক্ষ নয়, এটি আমাদের ঐতিহ্য বহন করে। এই দিনটি আমাদের পরিবারে আলাদা গুরুত্ব পায়, যেন এক উৎসবের আমেজ ছড়িয়ে পড়ে।”

মিরাটের স্থানীয়রা মনে করেন, এই মেলার মাধ্যমে শুধু সাংস্কৃতিক ঐতিহ্যই নয়, বরং পারস্পরিক সহাবস্থানের বন্ধনও আরও দৃঢ় হয়। ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই একত্রিত হয়ে মিলেমিশে অংশ নেন বলে এই আয়োজন প্রতিবছরই অপেক্ষার বিষয় হয়ে দাঁড়ায়।