সিরাজগঞ্জ জেলা কাঁচামাল ব্যবসায়ী সমিতির ২৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

সিরাজগঞ্জ জেলা কাঁচামাল ব্যবসায়ী সমিতির ২৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দিনব্যাপী নানা আয়োজনে অনুষ্ঠিত হয়েছে আলোচনা সভা, বর্ণাঢ্য র্যালি ও প্রীতি ফুটবল খেলা। সোমবার (১৮ আগস্ট) সকালে সমিতির কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে বিকালে রহমতগঞ্জ কটন মিল মাঠে অনুষ্ঠিত হয় ফুটবল খেলা।
দিনব্যাপী এ উৎসবমুখর অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন সমিতির সভাপতি মোঃ সোহরাব আলী এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মোঃ সেলিম আহমেদ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, সিরাজগঞ্জ জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক ও সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির প্রেসিডেন্ট সাইদুর রহমান বাচ্চু।
প্রধান অতিথির বক্তব্যে সাইদুর রহমান বাচ্চু বলেন, ব্যবসায়ী সমাজই দেশের অর্থনীতির প্রধান চালিকাশক্তি। কাঁচামাল ব্যবসায়ীরা দেশের শিল্প কারখানা সচল রাখতে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। তাদের এই ঐক্য ও অবদান আগামী দিনে সিরাজগঞ্জের বাণিজ্যিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভুমিকা রাখবে।
সভাপতির বক্তব্যে মোঃ সোহরাব আলী বলেন, ২৬ বছর ধরে আমাদের সংগঠন ব্যবসায়ী সমাজের অধিকার আদায়, ন্যায্য দাবি পূরণ ও সামাজিক উন্নয়নে কাজ করে আসছে। ভবিষ্যতেও এই ধারা অব্যাহত থাকবে।
সাধারণ সম্পাদক মোঃ সেলিম আহমেদ বলেন, কাঁচামাল ব্যবসায়ী সমিতি শুধু ব্যবসা নয়, সমাজের কল্যাণেও কাজ করে যাচ্ছে। এ ঐতিহ্য ধরে রাখতে আমাদের সবাইকে আরও ঐক্যবদ্ধ হতে হবে।
দিনব্যাপী অনুষ্ঠানটি জেলা কাচামাল ব্যাবসায়ী সমিতির কোষাধক্ষ্য মোঃ জাহিদুল ইসলামের সার্বিক ব্যবস্থাপনায় উপস্থিত ছিলেন জেলা কাঁচামাল ব্যবসায়ী সমিতির সিনিয়র সহ-সভাপতি মোঃ সাজেদুল ইসলাম খান চৌধুরী (ইমন), যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ রমজান আলী, সাংগঠনিক সম্পাদক মোঃ রিকুল আলম টিটু, সহ-সভাপতি মোঃ আব্দুল আজিজ বিশ্বাস, কার্যকরী সদস্য মোঃ সাইফুল ইসলাম, মোঃ সবুজ, মোঃ নূরে আলমসহ সমিতির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
দিনভর এ আয়োজনকে ঘিরে পুরো পরিবেশ উৎসবমুখর হয়ে ওঠে। র্যালি, আলোচনা সভা ও প্রীতি ফুটবল খেলার মাধ্যমে ব্যবসায়ী সমাজে এক ভিন্ন মাত্রা যোগ হয়।