কলমাকান্দা উপজেলা বিএনপি নেতা টুটনের মৃত্যুতে মির্জা ফখরুলের শোক

নেত্রকোণার কলমাকান্দা উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক ও উপজেলা যুবদলের সাবেক সভাপতি আনোয়ারুল ইসলাম টুটনের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
সোমবার (১১ আগস্ট) ভারতের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় টুটন শেষ নি:শ্বাস ত্যাগ করেন।
বিএনপি মহাসচিব এক শোকবার্তায় বলেন, “সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান বীর উত্তম এর নীতি ও আদর্শ এবং বাংলাদেশী জাতীয়তাবাদী দর্শনে গভীরভাবে আস্থাশীল মরহুম আনোয়ারুল ইসলাম টুটন কলমাকান্দা উপজেলা বিএনপি ও উপজেলা যুবদলকে শক্তিশালী, গতিশীল ও সুদৃঢ় ভিত্তির ওপর প্রতিষ্ঠিত করতে নিবেদিতপ্রাণ হয়ে কাজ করেছেন। আমি তার মৃত্যুতে গভীরভাবে শোকাহত ও ব্যথিত হয়েছি। মহান রাব্বুল আলামীনের দরবারে দোয়া করি তিনি যেন মরহুম আনোয়ারুল ইসলাম টুটন-কে জান্নাত নসীব এবং শোকাহত পরিবারবর্গকে ধৈর্য ধারণের ক্ষমতা দান করেন।”
বিএনপি মহাসচিব শোকবার্তায় মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যবর্গ, আত্মীয়স্বজন, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানান।
এই বিএনপি নেতার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে কলমাকান্দা উপজেলায়। বিভিন্ন শ্রেণী পেশার নাগরিক তার মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন।