বসুন্ধরা শুভসংঘের শেরপুর জেলা কমিটি গঠন : সভাপতি মিনহাজ, সম্পাদক শামীম

‘শুভ কাজে সবার পাশে’ থাকার প্রত্যয় নিয়ে বসুন্ধরা শুভসংঘের শেরপুর জেলা কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন ফ্রিল্যান্সার মো. মিনহাজ উদ্দিন এবং সাধারণ সম্পাদক হয়েছেন কালের কণ্ঠের শেরপুর জেলার মাল্টিমিডিয়া রিপোর্টার সাংবাদিক মেহেদী হাসান শামীম। ২৪ জুলাই বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে এই কমিটির অনুমোদন দেন বসুন্ধরা শুভসংঘের পরিচালক জাকারিয়া জামান।
কমিটিতে উপদেষ্টা হিসেবে রয়েছেন বিশিষ্ট সমাজসেবক শরিফ মোহাম্মদ কামরুজ্জামান, কালেরকণ্ঠের জেলা প্রতিনিধি হাকিম বাবুল, শেরপুর প্রেসক্লাবের কার্যকরী সভাপতি রফিক মজিদ, বাংলাদেশে প্রতিদিনের জেলা প্রতিনিধি মাসুদ হাসান বাদল, বাংলানিউজ২৪ডটকমের জেলা প্রতিনিধি জাহাঙ্গীর আলম তালুকদার, নিউজটুয়েন্টিফোর টেলিভিশনের জেলা প্রতিনিধি জুবাইদুল ইসলাম ও ডেইলি সানের জেলা প্রতিনিধি বুলবুল আহমেদকে।
এছাড়া কমিটির অন্য কর্মকর্তারা হলেন সহ-সভাপতি মো.আশরাফুল ইসলাম, ইশতিয়াক চৌধুরী, শুভংকর সাহা, ইঞ্জিঃ মো. আলমগীর কবির ও মো. আব্দুস সাত্তার রনি, যুগ্ম সাধারণ সম্পাদক সাজিদুর রহমান সাজিদ, শিহাব আহমেদ, ফয়সাল আহমেদ ও টিপু সুলতান, সাংগঠনিক সম্পাদক মো. আল শাহরিয়ার সাইমন, অর্থ সম্পাদক রইচ উদ্দীন আহমেদ হৃদয়, দপ্তর সম্পাদক রকিব আহমেদ অন্তর, নারী বিষয়ক সম্পাদক ফারহা আহমেদ অদিতি, ইভেন্ট সম্পাদক মো. মতিউর রহমান, কর্ম ও পরিকল্পনা বিষয়ক সম্পাদক জুয়েল আহমেদ, প্রচার সম্পাদক জিহাদ রানা, সাহিত্য ও সাংস্কৃতি বিষয়ক সম্পাদক মনিকা পারভিন, স্বাস্থ্য ও মানবসম্পাদক বিষয়ক সম্পাদক তুষ্টি বিশ্বাস, ক্রীড়া সম্পাদক প্রান্ত ঘোষ, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মো. যুবরাজ মিয়া, নারী ও শিশু বিষয়ক সম্পাদক আফিয়া আফরোজ সাইমা, শিক্ষা ও পাঠ্যচক্র বিষয়ক সম্পাদক আরফান আলী, আপ্যায়ন বিষয়ক সম্পাদক রাকিব হাসান, ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা সম্পাদক জিনিয়া আক্তার, সমাজকল্যাণ সম্পাদক মো. আফরোজ আলী, কার্যকরী সদস্য নোমান মিয়া, জাকারিয়া হোসেন, ফারজানা আক্তার লিপি, অর্পণ রায়, মোবারক হোসেন হৃদয় ও কোরবান আলী।
বসুন্ধরা শুভসংঘের নব নির্বাচিত সভাপতি মিনহাজ উদ্দিন বলেন, ‘বসুন্ধরা শুভসংঘ বাংলাদেশের শীর্ষস্থানীয় শিল্প প্রতিষ্ঠান বসুন্ধরা গ্রুপের একটি সামাজিক সংগঠন, যা বহুমাত্রিক সামাজিক সচেতনতা ও সেবামূলক কার্যক্রমে অদ্বিতীয়। আমরা আমাদের জেলা থেকে সর্বোচ্চ সেবা প্রদান করবো।
নবনির্বাচিত সাধারণ সম্পাদক সাংবাদিক মেহেদী হাসান শামীম বলেন, বসুন্ধরা শুভসংঘ শুভ কাজে সবার পাশে সব সময় রয়েছে। সমাজের অবহেলিত জনগোষ্ঠীর মাঝে শীতবস্ত্র বিতরণ, ইফতার ও খাবার বিতরণ, ফ্রি মেডিক্যাল ক্যাম্প পরিচালনা, নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ, প্রাকৃতিক ভারসাম্য রক্ষার্থে বিনামূল্যে গাছ বিতরণ ও বৃক্ষরোপণ কর্মসূচি, পথ শিশুদের পড়াশোনার ব্যবস্থাসহ নানা সামাজিক ও সেবামূলক কর্মকাণ্ড পরিচালনা করে আসছে। এখন থেকে শেরপুর জেলাও এসকল সেবায় অন্তর্ভুক্ত হবে।