London ০২:৩৪ পূর্বাহ্ন, সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫, ৩০ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
পটুয়াখালীতে নিরাপত্তা জোরদারে ডিআইজি’র আকস্মিক থানা পরিদর্শন রাজশাহীতে পুরোহিতকে মারধর মেডিকেল ক্যাম্প–রক্তদানে ব্যতিক্রমী আয়োজন, পালিত হলো প্রেসক্লাব আলফাডাঙ্গার ২য় প্রতিষ্ঠাবার্ষিকী দিনব্যাপী সেবামূলক কার্যক্রমে মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ পটুয়াখালী পৌরসভার সাবেক মেয়র মহিউদ্দিন ভাই আজাদসহ দুই স্ত্রীর বিরুদ্ধে মামলা কালিয়াকৈরে সড়ক দুর্ঘটনায় ট্রাকচালক নিহত রাজশাহীতে চলছে ট্রাফিক সপ্তাহ ২০২৫ কালিয়াকৈর ৫ নং ওয়ার্ড পৌর বি এন পির নির্বাচনী প্রস্তুতি সভা ও মতবিনিময় বিক্ষোভ সমাবেশে ক্ষোভের বিস্ফোরণ: শেখ হাসিনার বিরুদ্ধে প্রহসনমূলক রায়ের প্রতিবাদে লন্ডনে প্রবাসীদের গণজমায়েত রাজশাহীতে চলছে উদ্যোক্তা মেলা গাজীপুর-১ আসন কালিয়াকৈরে নির্বাচনী প্রচারণা শুরু বিএনপি মনোনীত প্রার্থীর

রাজশাহীতে ভ্যানচালক’কে গাছে বেঁধে নির্যাতন

মো: গোলাম কিবরিয়া,রাজশাহী জেলা প্রতিনিধি

রাজশাহীর বাগমারা’য় উপজেলায় মাছ চুরির অভিযোগে মুজিবুর রহমান (৫৬) নামে এক ভ্যানচালককে গাছের সঙ্গে বেঁধে নির্যাতনের অভিযোগ উঠেছে।
বুধবার (২৩ জুলাই) সকালে উপজেলার হাটমাধনগর এলাকায় এই ঘটনা ঘটে। জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন পেয়ে পুলিশ গিয়ে তাকে উদ্ধার করে।
মুজিবুর রহমান উপজেলার নরদাশ ইউনিয়নের বাসুদেবপাড়া গ্রামের বাসিন্দা। তিনি পেশায় ভ্যানচালক।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল সাড়ে ৯টার দিকে মুজিবুর হাটগাঙ্গোপাড়া এলাকার আড়তে মাছ বিক্রি শেষে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে হাটমাধনগর এলাকায় পৌঁছালে স্থানীয় কয়েকজন তাঁর গতিরোধ করে। তাঁরা অভিযোগ তোলেন, মুজিবুর তাঁদের বিল থেকে মাছ চুরি করে বিক্রি করছেন। এরপর তাঁকে জিজ্ঞাসাবাদের একপর্যায়ে গাছের সঙ্গে বেঁধে মারধর করা হয়।

সকাল ১০টার দিকে স্থানীয়রা ৯৯৯ নম্বরে ফোন করলে পুলিশ ঘটনাস্থলে যায়। পরে হাটগাঙ্গোপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের সদস্যরা গিয়ে মুজিবুরকে উদ্ধার করে।

মুজিবুরের স্বজনদের দাবি, উপজেলার জোঁকাবিল ঘিরে দীর্ঘদিন ধরে হাটমাধনগর ও বাসুদেবপাড়া গ্রামের মধ্যে বিরোধ চলছে। বিলের মালিকানা ও মাছ চাষ নিয়ে আগে একবার খুনের ঘটনাও ঘটেছে। তারা অভিযোগ করেন,সেই বিরোধের ধারাবাহিকতায় মিথ্যা অপবাদ দিয়ে মুজিবুরকে নির্যাতন করেছেন আবুল কালাম, আফসার আলী, পিয়ার বকস, নাদের আলী’সহ কয়েকজন।

অন্যদিকে অভিযুক্ত আবুল কালাম বলেন, ‘মুজিবুর ও তাঁর ভাই এবাদুর দীর্ঘদিন ধরে আমাদের বিলের মাছ চুরি করে বাজারে বিক্রি করছেন। কয়েকবার হাতেনাতে ধরার পরও তাঁরা সংশোধন হননি। কয়েকদিন আগে তাঁরা বিলের মুখের একটি জলকপাট খুলে মাছ বের করে দেন।
ঘটনার বিষয়ে হাটগাঙ্গোপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা সিদ্দিকুর রহমান বলেন,৯৯৯-এ ফোন পেয়ে আমরা সেখানে যাই। তখন মুজিবুর বাঁধা অবস্থায় ছিল না, তবে তাঁকে হেফাজতে নেওয়া হয়েছে। বিলের মাছচাষিদের পক্ষ থেকে তাঁর বিরুদ্ধে মৌখিক অভিযোগ এসেছে। লিখিত অভিযোগ পেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

Tag :

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information
আপডেট : ০৩:৪৫:৪৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ জুলাই ২০২৫
৬০
Translate »

রাজশাহীতে ভ্যানচালক’কে গাছে বেঁধে নির্যাতন

আপডেট : ০৩:৪৫:৪৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ জুলাই ২০২৫

রাজশাহীর বাগমারা’য় উপজেলায় মাছ চুরির অভিযোগে মুজিবুর রহমান (৫৬) নামে এক ভ্যানচালককে গাছের সঙ্গে বেঁধে নির্যাতনের অভিযোগ উঠেছে।
বুধবার (২৩ জুলাই) সকালে উপজেলার হাটমাধনগর এলাকায় এই ঘটনা ঘটে। জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন পেয়ে পুলিশ গিয়ে তাকে উদ্ধার করে।
মুজিবুর রহমান উপজেলার নরদাশ ইউনিয়নের বাসুদেবপাড়া গ্রামের বাসিন্দা। তিনি পেশায় ভ্যানচালক।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল সাড়ে ৯টার দিকে মুজিবুর হাটগাঙ্গোপাড়া এলাকার আড়তে মাছ বিক্রি শেষে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে হাটমাধনগর এলাকায় পৌঁছালে স্থানীয় কয়েকজন তাঁর গতিরোধ করে। তাঁরা অভিযোগ তোলেন, মুজিবুর তাঁদের বিল থেকে মাছ চুরি করে বিক্রি করছেন। এরপর তাঁকে জিজ্ঞাসাবাদের একপর্যায়ে গাছের সঙ্গে বেঁধে মারধর করা হয়।

সকাল ১০টার দিকে স্থানীয়রা ৯৯৯ নম্বরে ফোন করলে পুলিশ ঘটনাস্থলে যায়। পরে হাটগাঙ্গোপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের সদস্যরা গিয়ে মুজিবুরকে উদ্ধার করে।

মুজিবুরের স্বজনদের দাবি, উপজেলার জোঁকাবিল ঘিরে দীর্ঘদিন ধরে হাটমাধনগর ও বাসুদেবপাড়া গ্রামের মধ্যে বিরোধ চলছে। বিলের মালিকানা ও মাছ চাষ নিয়ে আগে একবার খুনের ঘটনাও ঘটেছে। তারা অভিযোগ করেন,সেই বিরোধের ধারাবাহিকতায় মিথ্যা অপবাদ দিয়ে মুজিবুরকে নির্যাতন করেছেন আবুল কালাম, আফসার আলী, পিয়ার বকস, নাদের আলী’সহ কয়েকজন।

অন্যদিকে অভিযুক্ত আবুল কালাম বলেন, ‘মুজিবুর ও তাঁর ভাই এবাদুর দীর্ঘদিন ধরে আমাদের বিলের মাছ চুরি করে বাজারে বিক্রি করছেন। কয়েকবার হাতেনাতে ধরার পরও তাঁরা সংশোধন হননি। কয়েকদিন আগে তাঁরা বিলের মুখের একটি জলকপাট খুলে মাছ বের করে দেন।
ঘটনার বিষয়ে হাটগাঙ্গোপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা সিদ্দিকুর রহমান বলেন,৯৯৯-এ ফোন পেয়ে আমরা সেখানে যাই। তখন মুজিবুর বাঁধা অবস্থায় ছিল না, তবে তাঁকে হেফাজতে নেওয়া হয়েছে। বিলের মাছচাষিদের পক্ষ থেকে তাঁর বিরুদ্ধে মৌখিক অভিযোগ এসেছে। লিখিত অভিযোগ পেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।